বাঁকুড়া: বঙ্গের আকাশের দুর্যোগের ঘনঘটা। নিম্নচাপের জেরে একটানা লাগাতার বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভাসছে গোটা বঙ্গ। আগেই আশঙ্কা করা হয়েছিল বানভাসী হতে পারে দক্ষিণবঙ্গ। ফসল-সবজি চাষে পড়তে পারে প্রভাব। সেই পূর্বাভাস মিলল। নিম্নচাপের জেরে লাগাতার তিন দিন ধরে বৃষ্টিতে বাঁকুড়ার সোনামুখী ও পাত্রসায়ের ব্লকে হেক্টরের পর হেক্টর জমির সবজি ডুবে গেল জলে। ব্যাপক ক্ষতির আশঙ্কা সবজি চাষে। স্বাভাবিকভাবেই পুজোর মুখে ফের সবজির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।
নিম্নচাপের জেরে বাঁকুড়া জেলায় গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে বাঁকুড়ার সোনামুখী ও পাত্রসায়ের ব্লকের বিস্তীর্ণ এলাকায় জল জমেছে। ওই দুই ব্লকই বাঁকুড়ার অন্যতম সবজি উৎপাদক অঞ্চল হিসাবে পরিচিত। হেক্টরের পর হেক্টর জমির সবজি চলে গিয়েছে জলের তলায়। ফলে ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন সবজির ব্যপক ক্ষতির আশঙ্কা তৈরী হয়েছে। ঝোড়ো হাওয়ায় অধিকাংশ জমিতে ভেঙে গেছে পটল, ঝিঙে সহ মাচা সবজির মাচা। আর তাতেই ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন জেলার চাষিরা। ফলে পুজোর মুখে ফের একবার সবজির দাম লাগাম ছাড়ানোর আশঙ্কা করছেন সাধারণ মানুষ।
সবজি চাষি বলাই দে বলেন, “আমাদের প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে। তিনদিন ধরে বৃষ্টিতে মাঠে সব সবজি ভাসছে। পুরো মাঠ ভরে গিয়েছে বৃষ্টির জলে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন সবেতে পচন ধরেছে। এছাড়াও ছিল মুলো, শাক সব নষ্ট হয়ে গিয়েছে। ফলে আমাদের আশঙ্কা দাম বাড়তে পারে।”