Bankura: বর্ষায় বেহাল রাস্তা, তার উপর দিনে দিনে বাড়ছে লরির দাপট, পাকা করার দাবিতে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের

Hirak Mukherjee | Edited By: জয়দীপ দাস

Sep 28, 2024 | 3:13 PM

Bankura: বেশ কয়েকবছর আগে এই রাস্তার উপর একটি কিষান মান্ডি তৈরি করে প্রশাসন। তারপর থেকেই এই রাস্তার গুরুত্ব বৃদ্ধি পায়। প্রতিদিন অনবরত গনবন্টন ব্যবস্থার অসংখ্য লরি এই পথ দিয়ে কিষাণ মান্ডিতে যাতায়াত করে। এর ফলে কাঁচা ওই সড়ক আরও বেহাল হয়ে পড়ে।

Bankura: বর্ষায় বেহাল রাস্তা, তার উপর দিনে দিনে বাড়ছে লরির দাপট, পাকা করার দাবিতে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের
এলাকায় বাড়ছে ক্ষোভ
Image Credit source: TV 9 Bangla

Follow Us

বাঁকুড়া: গ্রামের রাস্তা পাকা হয়নি। সেই রাস্তা দিয়েই প্রতিদিন কিষাণ মান্ডিতে যাতায়াত করে অসংখ্য লরি। ফলে রাস্তা আরও বেহাল হয়েছে। এই পরিস্থিতিতে গণবন্টন ব্যবস্থার একের পর এক লরি আটকে বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। চাপে পড়ে দ্রুত ওই রাস্তা পাকা করার আশ্বাস দিয়েছে মহকুমা প্রশাসন। 

বাঁকুড়ার বাসুদেবপুর জঙ্গলের মধ্যে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বায়ুসেনার পরিত্যাক্ত রানওয়ে। প্রতিবছর শীতের মরসুমে অসংখ্য পর্যটক ওই রানওয়ে দেখতে হাজির হন বাসুদেবপুর জঙ্গলে। মড়ার গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বাসুদেবপুর জঙ্গল পর্যন্ত কাঁচা রাস্তা ধরে শুধু পর্যটকেরা ওই রানওয়েতে যাতায়াত করেন তাই নয়, আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষও প্রতিদিনের প্রয়োজনে ওই কাঁচা মোরামের রাস্তা ব্যবহার করেন। স্থানীয় গ্রামবাসীরা বারংবার রাস্তাটি পাকা করার দাবি জানালেও অজানা কারণে তা আর হয়নি। 

বেশ কয়েকবছর আগে এই রাস্তার উপর একটি কিষান মান্ডি তৈরি করে প্রশাসন। তারপর থেকেই এই রাস্তার গুরুত্ব বৃদ্ধি পায়। প্রতিদিন অনবরত গণবন্টন ব্যবস্থার অসংখ্য লরি এই পথ দিয়ে কিষাণ মান্ডিতে যাতায়াত করে। এর ফলে কাঁচা ওই সড়ক আরও বেহাল হয়ে পড়ে। দীর্ঘ সংস্কারের অভাবে রাস্তাজুড়ে তৈরি হয় বড়বড় গর্ত। সেই খাল পেরিয়ে যাতায়াত করতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনায় পড়েন স্থানীয়রা। অবিলম্বে ওই রাস্তা পাকা করার দাবিতে এদিন সকালে স্থানীয়রা গণবন্টন ব্যবস্থার একের পর এক লরি আটকে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, আগে রাস্তা মেরামত করা হলে তারপর ওই রাস্তা দিয়ে লরিগুলিকে তাঁরা কিষাণ মান্ডিতে যাতায়াত করতে দেবেন। চাপের মুখে পড়ে প্রশাসন দ্রুত ওই  রাস্তা মেরামত করার পাশাপাশি পাকা করার আশ্বাস দিয়েছে। প্রশাসনের দাবি ওই রাস্তার একাংশ বন দফতর ও একাংশ সেনা বাহিনীর অধীন। দু’পক্ষের সঙ্গেই কথা বলে রাস্তাটি তৈরির কাজ শুরু হবে। 

Next Article