Sonamukhi Assembly Election Result 2021 Live Update in Bengali: সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস

সৈকত দাস | Edited By: aryama das

May 02, 2021 | 9:51 PM

Sonamukhi Assembly Election Result 2021 Live Update in Bengali: (Bankura) জেলার সোনামুখী (Sonamukhi) বিধানসভা এবার কার? ঘাসফুল, পদ্মের? নাকি বামেদের?

Sonamukhi Assembly Election Result 2021 Live Update in Bengali: সোনামুখী বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের জোর টক্কর, লাইভ আপডেটস
গ্রাফিক্স- টিভি নাইন বাংলা

Follow Us

২৯৪ কেন্দ্রে নির্বাচন শেষ এ বার ফলাফলের দিকে তাকিয়ে সকলে। পশ্চিমবঙ্গের (West Bengal) বাঁকুড়া জেলার (Bankura District) একটি বিধানসভা সোনামুখী (Sonamukhi)। একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2021) তফশিলি অধ্যুষিত এই আসন থেকে তৃণমূল (TMC) প্রার্থী করেছে শ্যামল সাঁতরা (Shyamal Santra)-কে। বিজেপি (BJP)-র প্রার্থী হয়েছেন দিবাকর ঘরামি (Dibakar Gharami)। আর সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম প্রার্থী এখানে অজিত রায় (Ajit Roy)। ২০২১-এর বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল ও নরেন্দ্র মোদীর (Narendra Modi) নেতৃত্বাধীন বিজেপি, দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৬ সালের নির্বাচনে কেমন ছিল এই কেন্দ্রের ফল?

একঝলকে দেখে নিন আপডেট…

  • এই কেন্দ্র দখল করেছে গেরুয়া বাহিনী। বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি ভোট পেয়েছেন ৯৭,৮৬০। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. শ্যামল সাঁতরা ভোট পেয়েছেন ৮৭,০৮৬।

২০১৬ সালের ভোটের পরিসংখ্যান:

২০১৬ সালে সোনামুখী বিধানসভা কেন্দ্রে জেতেন বাম প্রার্থী অজিত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৮৬,১২৫। দ্বিতীয় স্থানে ছি লেন তৃণমূল প্রার্থী দিপালী সাহা। পেয়েছিলেন ৭৭,১২৫ ভোট। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির দেবযানী রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল ১৫,১১৮। তবে ২০১১ সালের নির্বাচনে আবার সোনামুখী থেকে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দীপালি সাহা।

২০১৬ সালের ভোটে মোট ভোটার:

২০১৬ সালের ভোটে সোনামুখী কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ২,০৯,৯৩১ জন। পুরুষ ভোটারের সংখ্যা ১,০৮,৮১১ এবং মহিলা ভোটার ছিলেন ১,০১,১২০। ভোট দান করেন মোট ১ লক্ষ ৮২ হাজার ২২৪ জন। সব মিলিয়ে এই কেন্দ্রে ভোট পড়েছিল ৮৯.১ শতাংশ।

২০১৬ সালের ভোটে পরিসংখ্যান:

বর্তমান বিধায়ক: অজিত রায়
মোট ভোট: ৮৬, ১২৫
মোট ভোটার সংখ্যা: ২,০৯,৯৩১
ভোট শতাংশ: ৮৯.১ শতাংশ

Next Article