Jadavpur University: কেন্দ্রের প্রকল্প থেকে বাদ যাদবপুর, ‘দায়’ ঠেলাঠেলিতে বাড়ছে চাপানউতর
Jadavpur University: কেন্দ্রের পিএম উসা প্রকল্পে বাদ রাজ্যের অন্যতম নামী যাদবপুর বিশ্ববিদ্যালয়। দায় এড়িয়ে রাজ্যের ঘাড়েই দোষ ঠেলল কেন্দ্রীয় উচ্চ শিক্ষা দফতরের ডিরেক্টর ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। চাপানউতর শিক্ষা মহলের অন্দরে।
বাঁকুড়া: কেন্দ্রের পিএম উসায় বাদ রাজ্যের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাজ্য ইতিমধ্যেই এই ঘটনার দায় কেন্দ্রের কাঁধে তুলে দাবি করেছে পিএম উসার অন্তর্ভুক্ত থাকলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো আরও উন্নত করা যেত। কিন্তু, কেন্দ্রীয় সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বাদ দিয়ে পড়ুয়াদের বঞ্চিত করেছে। অন্যদিকে এই ঘটনার দায় সম্পূর্ণ রাজ্য সরকারের কাঁধে ঠেলেছে কেন্দ্রের শিক্ষা দফতর।
যদিও কেন্দ্রের উচ্চ শিক্ষা দফতরের ডিরেক্টর এম এল সোনির দাবি, কোনও কলেজ বা বিশ্ববিদ্যালয় পিএম উসা প্রকল্পে থাকবে তা নির্ধারণ করে রাজ্য। রাজ্য যে কলেজ ও বিশ্ববিদ্যালয়কে চিহ্নিত করে দেয় সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়কেই পিএম উসা প্রকল্পে অর্থ সাহায্য করে কেন্দ্রের উচ্চ শিক্ষা দফতর।
একই দাবি করেছেন কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারও। তাঁর দাবি, রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে পিএম উসা প্রকল্পের অন্তর্ভূক্ত করা নিয়ে ভুল ব্যাখ্যা করছে। আগে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষর করবে তারপর ওই বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করবে। তারপর ওই বিশ্ববিদ্যালয়কে পিএম উসা প্রকল্পে অর্থ সাহায্য করবে কেন্দ্র। রাজ্য এখন ভুল ব্যাখ্যা করে তার ফায়দা তুলতে চাইছে। একদিকে কেন্দ্রীয় উচ্চ শিক্ষা দফতরের ডিরেক্টর ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দাবি, অন্যদিকে রাজ্যের বক্তব্য, ঠিক কে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।