Ghatal: এখনও মাংসটা রান্না হল না! ‘প্রেগন্যান্ট’ স্ত্রীকেও রেয়াত করল না স্বামী

Ashim Bera | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 25, 2024 | 10:03 PM

Ghatal: অভিযুক্ত ব্যক্তির নাম বিকাশ সিং। জানা গিয়েছে, তাঁর স্ত্রী জ্যোৎস্না ৯ মাসের অন্তঃসত্ত্বা। স্বামী বিকাশ এদিন একটি বক শিকার করে এনে স্ত্রী'কে রান্না করতে বলে চলে যান।

Ghatal: এখনও মাংসটা রান্না হল না! প্রেগন্যান্ট স্ত্রীকেও রেয়াত করল না স্বামী
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঘাটাল: বড়দিনে ভয়ঙ্কর ঘটনা। মাংস না রান্না করার অপরাধে অন্তঃসত্ত্বা স্ত্রীর শরীরে বঁটির কোপ বসালেন স্বামী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন প্রতিবেশীরা। জানা গিয়েছে, মদ্যপ অবস্থায় স্ত্রীর ওপর কোপ বসায় স্বামী। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আটক করা হয়েছে শাশুড়িকেও। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে দাসপুর থানার বালিপোতা গ্রামের ঘটনা।

অভিযুক্ত ব্যক্তির নাম বিকাশ সিং। জানা গিয়েছে, তাঁর স্ত্রী জ্যোৎস্না ৯ মাসের অন্তঃসত্ত্বা। স্বামী বিকাশ এদিন একটি বক শিকার করে এনে স্ত্রী’কে রান্না করতে বলে চলে যান। বিকেল নাগাদ মদ্যপ অবস্থায় বিকাশ বাড়ি ফেরেন। দেখেন স্ত্রী তখনও রান্না করছেন। তা দেখেই বিকাশ চড়াও হন জ্যোৎস্নার উপর। স্ত্রী’র চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান। অভিযোগ, মাংস রান্না হয়নি দেখে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেয়াত করেননি বিকাশ। পরপর বসাতে থাকেন ধারাল অস্ত্রের কোপ। সারা শরীর থেকে রক্ত ঝরতে থাকে। জ্ঞান হারান জ্যোৎস্না।

গৃহবধূকে একেবারে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন প্রতিবেশীরা। পরে খবর দেওয়া হয় দাসপুর থানার পুলিশকে। পুলিশ গিয়ে গৃহবধূ জ্যোৎস্নাকে উদ্ধার করে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। স্বামী বিকাশের সঙ্গে মদত দেওয়ার অভিযোগে শাশুড়ি চুনী সিং-কেও থানায় নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনায় ব্যবহার করা বঁটিও উদ্ধার করা হয়েছে।

অভিযুক্ত স্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি কী করলাম, কেন করলাম, কিছুই বুঝতে পারছি না। আমাকে সবাই কেন মারছে সেটাও বুঝতে পারছি না। আমি ভাবতেই পারছি না যে আমি মেরেছি।”

Next Article