Bankura: মহিলার ‘খপ্পরে’ বিজেপি নেতা, যা-তা অবস্থা হল তারপর

Hirak Mukherjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 13, 2024 | 12:15 PM

Bankura: স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাসুদেবপুর এক নম্বর ক্যাম্পের কালী মন্দিরে বসেছিলেন স্থানীয় মড়ার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দেবাশিস রায়। আচমকাই সেখানে হাজির হন স্থানীয় এক মহিলা।

Bankura: মহিলার খপ্পরে বিজেপি নেতা, যা-তা অবস্থা হল তারপর
আক্রান্ত বিজেপি নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বাঁকুড়া: কী কাণ্ড! নিজের গ্রামেই একদল দুস্কৃতীর আক্রমণের শিকার হলেন বিজেপির এক পঞ্চায়েত সদস্য। হামলাকারীর ছুরির আঘাতে ওই পঞ্চায়েত সদস্য গুরুতর জখম হয়েছেন। আহত বিজেপি সদস্যকে ভর্তি করা হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বাসুদেবপুর এক নম্বর ক্যাম্প এলাকায়। রাজনৈতিক কারণ নাকি এর পিছনে ব্যক্তিগত শত্রুতা রয়েছে তার উত্তর খুঁজছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের বাসুদেবপুর এক নম্বর ক্যাম্পের কালী মন্দিরে বসেছিলেন স্থানীয় মড়ার গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য দেবাশিস রায়। আচমকাই সেখানে হাজির হন স্থানীয় এক মহিলা। প্রথমে ওই মহিলার সঙ্গে তাঁর বচসা শুরু হয়। অভিযোগ, মহিলার সঙ্গে থাকা এক দুস্কৃতী হাতে ছুরি নিয়ে চড়াও হয় ওই পঞ্চায়েত সদস্যের উপর।

ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই পঞ্চায়েত সদস্য। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ওই পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনার পিছনে কোনও রাজনৈতিক কারন রয়েছে নাকি নিছকই ব্যাক্তিগত শত্রুতার জেরে এই হামলা তার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। আহত বিজেপি পঞ্চায়েত সদস্য অবশ্য এই ঘটনাকে রাজনৈতিক হামলা বলতে নারাজ।

তাঁর দাবি ব্যাক্তিগত ও পারিবারিক শত্রুতার জেরেই এমন হামলা হয়ে থাকতে পারে। গতকাল ঘটনার কথা জানাজানি হওয়ার পর আহত পঞ্চায়েত সদস্যকে হাসপাতালে দেখতে যান বিষ্ণুপুরের বিজেপি নেতা কর্মীরা। তাঁরাও এই ঘটনাকে ব্যক্তিগত শত্রুতার জের বলে দাবি করেছেন।

Next Article