Onda Hospital: ‘এরকম হাসপাতাল হলে তো রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বেন’, বিরক্ত সভাধিপতি

Hirak Mukherjee | Edited By: সায়নী জোয়ারদার

Dec 29, 2023 | 6:16 PM

Bankura: অনসূয়া রায় বলেন, "হাসপাতালের গাফিলতি তো আছেই। সুইপার তো আছে দেখলাম। পানীয় জল, ঢোকার গেট অনেক কিছুরই সমস্যা দেখলাম। আমার যা যা দেখার দেখে নেব। বিএমওএইচকেও বললাম সিএমওএইচ আবেদন করে একটা কপি আমাকে দিতে। আমার তরফে যা যা করার করে দেব।"

Onda Hospital: এরকম হাসপাতাল হলে তো রোগীরা আরও অসুস্থ হয়ে পড়বেন, বিরক্ত সভাধিপতি
বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

বাঁকুড়া: হাসপাতাল পরিদর্শনে এসে নোংরা আবর্জনা দেখে অবাক জেলা পরিষদের সভাধিপতি। তাঁর স্পষ্ট মন্তব্য, এমন হাসপাতাল হলে তো রোগী সুস্থ হওয়ার থেকে বেশি অসুস্থ হয়ে পড়বেন। শুক্রবার আগাম কোনও খবর না দিয়েই বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামে অবস্থিত ওন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। হাসপাতাল পরিদর্শনে দিয়ে চারপাশে আবর্জনা দেখে বিরক্ত হন তিনি।

এরপরই সভাধিপতি অনসূয়া রায় বিএমওএইচকে প্রশ্ন করেন, স্বাস্থ্যকেন্দ্রের এরকম হাল হলে রোগী সুস্থ হবেন কী করে? হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করেন তিনি। অনসূয়া রায় বলেন, “হাসপাতালের গাফিলতি তো আছেই। সুইপার তো আছে দেখলাম। পানীয় জল, ঢোকার গেট অনেক কিছুরই সমস্যা দেখলাম। আমার যা যা দেখার দেখে নেব। বিএমওএইচকেও বললাম সিএমওএইচ আবেদন করে একটা কপি আমাকে দিতে। আমার তরফে যা যা করার করে দেব।”

এদিন সভাধিপতি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মীদের ব্যবহার নিয়েও খোঁজ নেন। বিএমওএইচকে বলেন, রোগীদের স্বার্থে হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা দরকার। তিনি আবারও এসে দেখে যাবেন বলেও জানান। ওন্দার বিএমওএইচ শঙ্খদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আমি পাঁচ মাস এখানে এসেছি। এসে থেকে এরকমই দেখছি। আর ফান্ডেরও টান আছে। তবে আমি সবটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব।”

Next Article
Bankura: চালুর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ, ‘কাটমানিতেই সব শেষ’, সরব বিরোধীরা
Bankura School: দিনভর স্কুলে তৃণমূলের অনুষ্ঠান, এসেও ফিরে গেল পড়ুয়ারা, দেখা নেই শিক্ষকদের