উত্তর ২৪ পরগনা: বাঁশ বাগানের মধ্য থেকে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মোহনপুরের বড় কাঠালিয়া অঞ্চলে। ওই যুবকের দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, সোমবার রাতেই এলাকার বাসিন্দারা আর্তনাদ শুনতে পেয়েছিলেন। কিন্তু এলাকার যুবকদের ঝামেলা ভেবে তাঁরা বিশেষ আমল দেননি।, বাঁশ বাগানে রাতে অনেক সময়েই দুষ্কৃতীদের আখড়া বসে। নানা অসামাজিক কাজকর্মও হয়ে থাকে। সেক্ষেত্রে তাঁরা কেউই বাড়ির বাইরে বের হননি।
সকালে স্থানীয় পঞ্চায়েত সদস্য চাঁদুভূষণ সিংহ রায় এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁরা এক কথা বললে, বাঁশ বাগান সংলগ্ন এলাকা পরিদর্শন করেন তাঁরা। বাঁশ বাগানের ঢোকার মুখেই রক্ত দেখতে পান। তাতে তাঁদের আশঙ্কা আরও বাড়ে।
খোঁজ করতে গিয়ে দেখেন পার্শ্ববর্তী খালি জায়গায় পড়ে রয়েছে এক যুবকের মৃতদেহ।
স্থানীয় বাসিন্দারা খবর দেন মোহনপুর থানায়। মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মৃতদেহটি। মৃতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। মৃতদেহের পরিচয় জানার পরই তদন্ত আরও গতি পাবে বলে দাবি পুলিশের।