মণীশ শুক্লা খুনের প্রত্যক্ষদর্শীদের ‘খতমের চেষ্টা’, রণক্ষেত্র টিটাগড়ে নামল RAF

Dec 21, 2020 | 3:57 PM

পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দারাই ধেয়ে আসায় পালিয়ে যায় ওই যুবকরা।

মণীশ শুক্লা খুনের প্রত্যক্ষদর্শীদের খতমের চেষ্টা, রণক্ষেত্র টিটাগড়ে নামল  RAF
ফাইল ছবি

Follow Us

বারাকপুর: টিটাগড়ে ফের নতুন করে উত্তেজনা। এবার মণীশ শুক্লা খুনের প্রত্যক্ষদর্শীদের গুলি করে খুনের চেস্টা। অভিযোগ ঘিরে উত্তপ্ত এলাকা। নামল র্যাফ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টিটাগড় মুচিপাড়া এলাকায় মণীশ শুক্লা খুনের (Manish Shukla Murder Case)  প্রত্যক্ষদর্শী সঞ্জয় সিং ও দীপু সিং-কে বেশ কয়েকজন ঘিরে ধরে। তাঁরা প্রতিরোধ গড়ে তুললে মারধর করতে শুরু করে ওই যুবকরা। পিস্তল উঁচিয়ে গুলি করার চেষ্টা করে। কিন্তু স্থানীয় বাসিন্দারাই ধেয়ে আসায় পালিয়ে যায় ওই যুবকরা।

ঘটনাকে ঘিরে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে র‍্যাফ। আক্রন্ত দীপু সিং-এর বাড়ির লোকের অভিযোগ, মণীশ খুনের সাক্ষী দেওয়া রুখতেই খুন করার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।

আরও পড়ুন: ‘আমি তো সুজাতা বলেই পাগল ছিলাম’, হাউহাউ করে কেঁদে ফেললেন সৌমিত্র

বিজেপির অভিযোগ, মণীশ খুনের প্রমাণ লোপাট করতেই তৃণমূল এই কাজ করেছে। পুলিসকে জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ। তবে বারাকপুর পুরসভার চেয়ারপার্সন উত্তম দাস বলেন, “দুটি বাচ্চার মারামারি নিয়ে ঝামেলা। বিজেপির তাতে রং লাগাবার চেষ্টা করছে।”

Next Article