উত্তর ২৪ পরগনা: বসিরহাট পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল রাজ্য পুলিশের বোম্ব স্কোয়াড। হাসনাবাদ থানার টাকি পৌরসভার ৫নং ওয়ার্ডের ইকো ট্যুরিজম পার্কের পিছনে আমবাগানে আইসি কৃষ্ণেন্দু ঘোষের নেতৃত্বে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। রবিবার দুপুরে ১২টা নাগাদ সম্পূর্ণ পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে প্রায় ৩০টি বোমা ওই বাগানে গর্ত খুঁড়ে নিষ্ক্রিয় করা হয়। বসিরহাট থেকে কিছু দিন আগে বোমা উদ্ধার হয়। স্বরূপনগর থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। বসিরহাট জুড়ে পুলিশের লাগাতার নাকা চেকিং চলছে। বসিরহাটের স্বরূপনগর থানার বড় বাঁকড়া থেকে বৃহস্পতিবার ভোর রাতে রুহুল আমিন মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি এক নলা বন্দুক ও গুলি। অন্যদিকে বাদুড়িয়া থানার বাদুড়িয়া বাজার থেকে একটি রিভলবার ও গুলিসহ বাবুসোনা মন্ডল নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
ভাঙড়ে পৃথক জায়গা থেকে গত সপ্তাহে উদ্ধার হয় প্রচুর বোমা। জালালাবাদ গ্রামের দুটি জায়গায় বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে ভাঙড় থানায় খবর দেওয়া হয়। জালালাবাদ গ্রামের একটি পেয়ারা বাগান থেকে ড্রাম ভর্তি বোমা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি জালালাবাদ গ্রামের একটি পুকুর পাড় থেকে ব্যাগভর্তি বোমা উদ্ধার করেন পুলিশ কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বোমাগুলি নিষ্ক্রিয় করেন বম্ব স্কোয়াডের সদস্যরা।
মূলত বগটুইয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বোমা ও আগ্নেয়াস্ত্রের খুঁজে রাজ্য জুড়ে চলছে তল্লাশি অভিযান। গত এক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যত বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তা নিয়ে সরব বিরোধীরা। রাজ্যে এত অস্ত্র, বোমা আসছে কোথা থেকে? পুলিশ কি আগে থেকে কিছুই জানত না? কীভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এত বোমা-অস্ত্র উদ্ধার? প্রশ্ন তুলছেন বিরোধীরা।