Basirhat: তৃণমূল কর্মীর বাড়িতে ‘বোমাবাজি’, উদ্ধার তাজা বোমা

Saumav Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 11, 2023 | 1:17 PM

Basirhat: দুটি বোমা ফাটলেও একটি বোমা ফাটেনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোরে পুলিশ গিয়ে একটি তাজা বোমা উদ্ধার করেছে। গ্রামের মানুষ মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

Basirhat: তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি, উদ্ধার তাজা বোমা
ফের বোমা উদ্ধার

Follow Us

বসিরহাট: তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থল থেকে উদ্ধার বোমা। বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের সোলাদানা হরিহরপুর গ্রামের ঘটনা। এলাকার সক্রিয় তৃণমূল কর্মী রুহুল কুদ্দুস মণ্ডল। তাঁর বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে বাড়ি লক্ষ্য করে পর পর তিনটে বোমা মারেন দুষ্কৃতীরা। দুটি বোমা ফাটলেও একটি বোমা ফাটেনি। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ভোরে পুলিশ গিয়ে একটি তাজা বোমা উদ্ধার করেছে। গ্রামের মানুষ মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে এইভাবে তৃণমূল কর্মীদের বাড়ির লক্ষ্য করে বোমা মারায় রীতিমতো চাঞ্চল্য ছাড়িয়েছে। রুহুল কুদ্দুস মন্ডল বলেন, “আমি এলাকার সক্রিয় তৃণমূল কর্মী। কিছুদিন আগে সোলাদানা বাজারে একটি গন্ডগোল হয়, আমি তার প্রতিবাদ করি। তারই কর্মফল আমাকে ভোগ করতে হল। পুলিশ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক।”

প্রতিবেশী কাকলি ঘোষ বলেন, “এই ঘটনার জেরে আমরা যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছি।” রাতের অন্ধকারে কীভাবে দুষ্কৃতীরা গ্রামে ঢুকে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা মারল! অবাক হয়ে যাচ্ছি। গ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে।” তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ। যদিও ঘটনা নিয়ে এখনও পর্যন্ত বসিরহাট থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Next Article