বসিরহাট: বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখে ফেলায় স্ত্রীকে খুনের অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার স্বামী। বসিরহাটের মাটিয়া থানার ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পণ্ডিতজি কলোনির ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অনিমা সানা (৩৭)। অনিমা সানার স্বামীর নাম অরবিন্দ সানা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন পারিবারিক অশান্তি চলছিল। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক দেখে ফেলেছিলেন অনিমা। এর জেরে গত তিন দিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়। স্ত্রী পাশের ঘরে ছিলেন। ঘুমন্ত অবস্থায় অনিমাকে অরবিন্দ শ্বাসরোধ করে মেরে ঝুলিয়ে দিয়েছে। এই খবর গ্রামে জানাজানি হতেই ক্ষোভ ফেটে পড়ে গ্রামের মানুষ।
বধূকে উদ্ধার করে বসিরহাট জেলা ভর্তি করা হয়। যদিও পুলিশ আরেকটি সূত্র মারফত জানতে পেরেছে, স্বামীর সঙ্গে অশান্তির জেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। তার ফলে তার সুগার ফল্ট করেছিল। তাঁকে হাসপাতালে দিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রাখেন। কিছুদিন পর তাঁর মৃত্যু হয়। কিন্তু গ্রামবাসীরা সঙ্গবদ্ধ হয়ে এই খুনের বিচার চেয়ে স্বামীর বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ করেন। অভিযোগ, ভিত্তিতেই স্বামী অরবিন্দকে গ্রেফতার করছে মাটিয়া থানার পুলিশ। ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।