Bengal Corona: শাসক শিবিরে ফের করোনার থাবা! আক্রান্ত তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন

tista roychowdhury |

Apr 21, 2021 | 10:58 AM

বর্তমানে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা। তাঁর ছোট ছেলে শান্তনু ঠাকুর বর্তমানে বনগাঁর বিজেপি সাংসদ। বড় ছেলে সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ২০১৯-এ লোকসভা পরাজিত হওয়ার পরেও  তৃণমূলেই আছেন মমতাবালা। মতুয়া সম্প্রদায়ের হয়ে প্রচারে বিভিন্ন সময়ে প্রচারে বেরিয়েছেন তিনি। কিছুদিন আগে বর্ধমানে প্রচারে যান তিনি। সেখান থেকেই করোনা (Corona) সংক্রমণ হতে পারে বলে অনুমান চিকিৎসকদের। 

Bengal Corona: শাসক শিবিরে ফের করোনার থাবা! আক্রান্ত তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর, বেলেঘাটা আইডিতে চিকিৎসাধীন
ফাইল ছবি

Follow Us

উত্তর ২৪ পরগনা: ভোটমুখী বঙ্গে ভয় ধরাচ্ছে করোনার ‘শ্রীবৃদ্ধি’। এ বার কোভিড (COVID-19) আক্রান্ত হলেন বনগাঁ লোকসভার প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ মমতাবালা ঠাকুর। আপাতত বেলেঘাটা আইডিতে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ঠাকুরবাড়ির পক্ষ জানানো হয়েছে, দিনকয়েক আগে বর্ধমানে প্রচারে গিয়েছিলেন তিনি। সোমবার গোবরডাঙায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভায় তাপমাত্রা পরীক্ষার সময়েই চিকিৎসকদের সন্দেহ হয়। তখনই সভাস্থল ছেড়ে চলে আসেন মমতাবালা (Mamata Bala Thakur)। পরে বনগাঁ হাসপাতালে কোভিড পরীক্ষা করালে তাঁর রিপোর্ট পজিটিভ (COVID-19 Positive) আসে। সঙ্গে সঙ্গেই তাঁকে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়।

বর্তমানে মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা। তাঁর ছোট ছেলে শান্তনু ঠাকুর বর্তমানে বনগাঁর বিজেপি সাংসদ। বড় ছেলে সুব্রত ঠাকুর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। ২০১৯-এ লোকসভা পরাজিত হওয়ার পরেও  তৃণমূলেই আছেন মমতাবালা। মতুয়া সম্প্রদায়ের হয়ে প্রচারে বিভিন্ন সময়ে প্রচারে বেরিয়েছেন তিনি। কিছুদিন আগে বর্ধমানে প্রচারে যান তিনি। সেখান থেকেই করোনা (Corona) সংক্রমণ হতে পারে বলে অনুমান চিকিৎসকদের।

প্রসঙ্গত, করোনার কবলে কাবু হয়েছেন রাজ্য নেতৃত্ব থেকে জাতীয় নেতৃত্বরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) থেকে শুরু করে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-ও করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের জেরে, প্রচারেও কাটছাঁট করতে বাধ্য হচ্ছে রাজনৈতিক দলগুলি। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনেই দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জনের। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০২৩ জনের। এই নিয়ে দেশে গোটা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৫৬ লাখ ১৬ হাজার ১৩০। মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮২ হাজার ৫৫৩-এ। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ২১ লাখ ৫৭ হাজার ৫৩৮।

Next Article