মালবাজার: দৈনিক সংক্রমণ আট হাজারের গণ্ডি পেরিয়েছে (West Bengal Corona Update)। ক্রমেই বাড়ছে সংক্রমণ। করোনার সংক্রমণ রুখতে এবার ডুয়ার্সের মালবাজার এলাকায় শুরু হল নাইট কার্ফু। মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হল এই নাইট কার্ফু।
ডুয়ার্সের মালবাজার এলাকায় করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় প্রতিদিন বেড়েই চলেছে, আর তাতেই উদ্বিগ্ন প্রশাসন। ডুয়ার্সের মাল মহাকুমার মালবাজার পৌরসভা এলাকায় নাইট লক ডাউন জারি করেছে পৌর কর্তৃপক্ষ। মালবাজার পুলিশ প্রশাসনের সঙ্গে পৌর কর্তৃপক্ষ বৈঠকের পর সিদ্ধান্ত গ্রহণ করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত রাত ৭ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত নাইট কার্ফু চলবে।
এই সময়কালের মধ্যে কোনও দোকানপাট খোলা থাকবে না, এমনকি বাজারেও বিনা কারণে বেরনো যাবে না, কোথাও আড্ডা দেওয়া চলবে না। শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় থাকবে। আর এই সিদ্ধান্তে রীতিমতো খুশি মালবাজার এলাকার সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা উৎপল দে বলেন, “মালবাজার এলাকায় যেভাবে প্রতিদিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনি মৃত্যুর ঘটনা ঘটছে। তাই সকলেই আমরা আতঙ্কিত। পৌর কর্তৃপক্ষ এই করোনা মোকাবেলার জন্য এর আগেও গতবছর লকডাউন এর সিদ্ধান্ত নিয়েছিল, এবারও নাইট লকডাউন ঘোষণা করেছে আমরা খুশি। কিছুটা হলেও করোনা আটকানো সম্ভব হবে বলে আমাদের ধারণা।”
আরও পড়ুন: বাড়ি থেকে বেরনোর আগেই ভেবে নিন ফিরবেন কীভাবে! শিয়ালদা শাখায় বাতিল লোকাল
মাল পৌরসভার হেলথ কো-অর্ডিনেটর সুপ্রতিম দাস বলেন, “নির্বাচনের সময়ে মালবাজারে আউটব্রেক হয়ে গিয়েছে। প্রতি ঘরে ঘরে সংক্রমণ। ১৯২ অ্যাক্টিভ কেস। ইতিমধ্যেই চার জনের মৃত্যু হয়েছে। সংখ্যাগুলো আরও বাড়বে। নির্বাচনের সময়ে কমিশনের সিদ্ধান্ত ছাড়া তো কিছু করা যাবে না। তবে পুরসভার তরফ থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।” তবে তিনি জানিয়েছেন, ব্লকের থেকে মাল টাউন ভীষণভাবে করোনার প্রকোপে ঘায়েল হয়েছে।