বাড়ি থেকে বেরনোর আগেই ভেবে নিন ফিরবেন কীভাবে! শিয়ালদা শাখায় বাতিল লোকাল
লাফিয়ে বাড়ছে করোনা (COVID)। এবার কড়া পদক্ষেপ করল পূর্ব রেল (Eastern Railway)। প্রত্যেকদিনই শিয়ালদা (Sealdah) শাখায় বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন (Local Train)।
কলকাতা: লাফিয়ে বাড়ছে করোনা (COVID)। এবার কড়া পদক্ষেপ করল পূর্ব রেল (Eastern Railway)। প্রত্যেকদিনই শিয়ালদা (Sealdah) শাখায় বাতিল করা হচ্ছে লোকাল ট্রেন (Local Train)। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত হয়েছেন রেলের চালক এবং গার্ড। সেই কারণে এই সিদ্ধান্ত। দূরপাল্লার ট্রেনের পরিষেবা যাতে স্বাভাবিক থাকে. সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানানো হয়েছে।
উল্লেখ্য, দৈনিক সংক্রমণ এখন আট হাজারের ঘরে। সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেনই পাশাপাশি আক্রান্ত হয়েছেন রেলকর্মী থেকে শুরু করে আধিকারিকরাও। তাই ক্ষেত্র বিশেষে কড়া পদক্ষেপ করছে পূর্ব রেল।
এক নজরে দেখে নিন আজ রেল-চিত্র
শিয়ালদা
শিয়ালদা শাখায় বাতিল ৬৬ টি লোকাল ট্রেন।
কোন কোন ট্রেন বাতিল শিয়ালদা শাখায় চোখ বুলিয়ে নিন
Barrackpore section, 6 pair will remain cancelled over Sealdah – Duttapurkur – Habra – Bangaon section, 4 pair in Sealdah – Naihati section, 1 pair in Sealdah – Dankuni section, 1 pair in Sealdah – Dum Dum Cantt. Section, 1 pair in Naihati – Ranaghat section, 1 pair in Hasnabad section, 1 pair in Sealdah – Kalyani section, 2 pair in Sealdah – Baruipur section, 4 pair in Sealdah – Canning section, 4 pair in Sealdah – Sonarpur – Diamond Harbour section, 2 pair in Sealdah – Baruipur – Lakshmikantapur section and 1 pair over Circular Railway section (via Majerhat)
হাওড়া
হাওড়া শাখায় বাতিল ৩৪ টি লোকাল ট্রেন। অর্থাৎ ১৬ জোড়া প্যাসেঞ্জার ট্রেন বাতিল।
হাওড়ায় ১৯ জোড়া লোকাল ট্রেন বাতিল বাতিল।
কোন কোন ট্রেন বাতিল শিয়ালদা শাখায় চোখ বুলিয়ে নিন
1) 63051 (Azimganj – Rampurhat Passenger), 2) 63582 (Rampurhat – Barddhaman Passenger), 3) 53031 (Azimganj – Rampurhat Passenger), 4) 53024 (Rampurhat – Azimganj Passenger), 5) 63033 (Azimganj – Nalhati Passenger), 6) 63034 (Nalhati – Azimganj Passenger), 7) 63032 (Azimganj – Katwa Passenger), 8) 63031 (Katwa – Azimganj Passenger), 9) 63011 (Barddhaman – Rampurhat Passenger), 10) 63020 (Azimganj – Katwa Passenger), 11) 63019 (Katwa – Azimganj Passenger), 12) 63022 (Rampurhat – Azimganj Passenger), 13) 35021 (Barddhaman – Katwa Passenger), 14) 35012 (Katwa – Barddhaman Passenger), 15) 37786 (Barddhaman – Bandel Passenger), 16) 37785 (Bandel – Barddhaman Passenger)
আক্রান্ত শিয়ালদা মেইন লাইনের প্রায় শতাধিক চালক এবং গার্ড।
হাওড়ার শাখায় আক্রান্ত ৬০ থেকে ৭০ জন চালক এবং গার্ড।
যদিও রেল আধিকারিকদের বক্তব্য শিয়ালদা শাখায় প্রতিদিন ৯২০ টি লোকাল ট্রেন যাতায়াত করে, অন্যদিকে হাওড়ায় চলাচল করে ৪৮৮টি লোকাল ট্রেন। সেই তুলনায় খুব সামান্য সংখ্যক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এতে যাত্রীদের তেমন কোনও সমস্যা হবে না বলেই দাবি রেল কর্তাদের।
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে আধিকারিকদের বক্তব্য হাওড়া শিয়ালদা মিলিয়ে ১৫ শতাংশ যাত্রী স্বাভাবিকের তুলনায় কম আসছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে পূর্ব রেলের চারটি ডিভিশনেরই বেশ কয়েকজন মোটরম্যান, গার্ড ও সামনের সারির কর্মী গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। এক দিনে শিয়ালদা ডিভিশনের ১৪ জন গার্ড করোনা আক্রান্ত হয়ে পড়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে।
আরও পড়ুন: লোকসভা নির্বাচনের স্মৃতি উসকাচ্ছে জগদ্দল-কাঁচরাপাড়া-টিটাগড়! ভোটের ঠিক আগেই বলি ১, বেপরোয়া বোমাবাজি
তবে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানাচ্ছেন, “আমরা এই কঠিন পরিস্থিতির মধ্যেও পরিষেবা যথাযথ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি। ” প্রতিটি স্টেশন ও প্ল্যাটফর্মে যাত্রীরা যাতে যথাযথ করোনা বিধি মেনে চলেন, তার জন্য যাত্রী ও রেলকর্মী উভয়ের উদ্দেশেই ঘোষণা চলছে।