বাবা-ছেলে দু’জনেই প্রার্থী, শুভ্রাংশু বললেন, ‘সোনার বীজপুর গড়ব’

ঋদ্ধীশ দত্ত |

Mar 18, 2021 | 10:05 PM

মুকুল (Mukul Roy) দাঁড়িয়েছেন কৃষ্ণনগর উত্তর আসনে। অন্যদিকে, বাবার পথ অনুসরণ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভ্রাংশু (Suvrangshu Roy) লড়ছেন নিজের বীজপুরের আসনে।

বাবা-ছেলে দুজনেই প্রার্থী, শুভ্রাংশু বললেন, সোনার বীজপুর গড়ব
নিজস্ব চিত্র

Follow Us

উত্তর ২৪ পরগনা: পশ্চিমবঙ্গে প্রচার করতে এসে ‘সোনার বাংলা’ গড়ার স্বপ্ন ফেরি করছেন বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্ব। আর বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় (Suvrangshu Roy) একধাপ এগিয়ে বলছেন, “সোনার বীজপুর গড়ব।”

বৃহস্পতিবার বিজেপির বাকি আসনগুলির প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায়, সপুত্র মুকুল রায় (Mukul Roy) এ বার ভোটে লড়ছেন। মুকুল দাঁড়িয়েছেন কৃষ্ণনগর উত্তর আসনে। অন্যদিকে, বাবার পথ অনুসরণ করে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো শুভ্রাংশু লড়ছেন নিজের বীজপুরের আসনে। নির্বাচনে লড়ার টিকিট পাওয়ার পর এ দিন TV9 বাংলার মুখোমুখি হয়ে শুভ্রাংশু বলেন, “আগে যখন অন্য দলে ছিলাম, তখন বাবা প্রার্থী না হলেও পুরো কাজটাই দেখত। সেটাও কিছু কম নয়। আমি প্রার্থী হলে বাবার দায়িত্ব আর বেশি হত। কেননা বাবাকে ২৯৪ টা কেন্দ্রেই ঘুরতে হত। সেটা একটা আলাদা অনুভূতি। এখন দু’জনেই প্রার্থী, ফলে মন আনন্দিত।”

রাজ্যে এসে একাধিক জনসভা থেকে ‘আসল পরিবর্তনের’ ডাক দিতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী। তা থেকে অনুপ্রাণিত হয়ে এ দিন শুভ্রাংশু বলেন, “সোনার বাংলা তো গড়া হবেই। তার সঙ্গে সোনার বীজপুরও গড়া হবে।” কিন্তু কীভাবে গড়বেন? মুকুল-পুত্রের ব্যাখ্যা, “আমি কিছু উন্নয়ন করতে চেয়েছিলাম যেটা রাজনৈতিক কারণে আটকে দেওয়া হয়েছে। আইটিআই কলেজ করেছিলাম, পলিটেকনিক কলেজও করার ইচ্ছে ছিল। কিন্তু, রাজনৈতিক কারণে আটকে দেওয়া হয়।”

আরও পড়ুন: তালিকায় একাধিক সংখ্যালঘু মুখ, বাংলার তিন জেলায় বাড়তি নজর বিজেপির

শুভ্রাংশুর দাবি, “পলিটেকনিক কলেজের জন্য জমি হস্তান্তরও হয়ে গিয়েছিল। কিন্তু আমি দলবদল করার পর কারোর অঙ্গুলিহেলনে বন্ধ হয়ে যায়। সেটা আমি আবার তৈরি করব। শিক্ষা এবং নারী সুরক্ষার দিকে নজর দেব।”

আরও পড়ুন: ‘আমি কোনওভাবেই বিজেপির প্রার্থী হচ্ছি না’, নাম ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়লেন সোমেন-জায়া

 

Next Article