‘কেষ্টদার অনুপ্রেরণা’, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জেলা যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি

সৈকত দাস | Edited By: ঋদ্ধীশ দত্ত

Feb 10, 2021 | 10:20 PM

গোষ্ঠীকোন্দল নাকি অন্যকিছু? ৪০০ কর্মীকে নিয়ে দলবদল বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি

কেষ্টদার অনুপ্রেরণা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন জেলা যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি
ছবি: ফেসবুক

Follow Us

বীরভূম: বিজেপি তার স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবে না। তাই কেষ্টদার (অনুব্রত মণ্ডল) অনুপ্রেরণায় তৃণমূলে যোগ দিলাম। বুধবার এমনই দাবি করে গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে নাম লেখালেন বীরভূম জেলা বিজেপি যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি অনিন্দ্য সিংহ।

বুধবার সিউড়ি ২ নম্বর ব্লকের পুরন্দরপুরের বিডিও অফিস মাঠে তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে একটি কর্মিসভার আয়োজন হয়। যেখানেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অনিন্দ্য সিংহ। হাতে তুলে নেন ঘাসফুল আঁকা পতাকা। দলত্যাগ করেই বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অনিন্দ্যের মন্তব্য, “২০১১ সাল থেকে আমি বিজেপি করে আসছি। বিজেপি যুব মোর্চার জেলা সহ-সভাপতিও ছিলাম। তবে বিজেপি নেতৃত্ব যাদের দিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখছে আমার মনে হয়, তাদের দিয়ে সোনার বাংলা গড়া সম্ভব নয়।” তাই মমতা বন্দ্যোপাধ্যায় ও কেষ্টদার ‘অনুপ্রেরণা’য় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে জানান জেলা যুব মোর্চার প্রাক্তন সহ-সভাপতি।

দিন কয়েক আগেই বিজেপির যুব মোর্চার দুই পক্ষের মধ্যে সিউড়িতে ব্যাপক ঝামেলা হয়। আর তার পরেই এদিন বীরভূম জেলা বিজেপি যুব মোর্চার প্রাক্তন যোগ দিলেন তৃণমূলে। যদিও অনিন্দ্য সিংহের দাবি, কোনরকম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, ফেসবুকে একটি পোস্ট করাকে কেন্দ্র করে ঝামেলা। যদিও পুরনো সেই ফেসবুক পোস্টে কী ছিল তা অনেকেই মনে করতে পারছেন না। তবে আজ তাঁরা নিজেদের ইচ্ছায় তৃণমূলে যোগ দিলেন বলেন দাবি করেছেন তিনি। দাবি করেন, এদিন ৪০০ জন যুব মোর্চার কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

আরও পড়ুন: মমতার উত্তরসূরি অভিষেক নন, মহুয়া, মনে করেন তসলিমা

একুশের ভোটে রাজ্যের শাসক দলকে টক্কর দিতে অনেক আগে থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছে বিজেপি। প্রায় প্রতিদিনই বিজেপি ছেড়ে তৃণমূল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন নেতারা। এদিকে তৃণমূল বলে, গোষ্ঠীকোন্দলে জেরবার বিজেপি। তারা আদি, নব্য এবং পরিযায়ী, এই তিন ভাগে বিভক্ত। গোষ্ঠীকোন্দলের জেরেই কি দলবদল করলেন সিউড়ির বিজেপি যুব মোর্চার নেতারা? এখনও পর্যন্ত এর কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি জেলা নেতৃত্ব।

Next Article