কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগেই বীরভূমে উদ্ধার মাওবাদী পোস্টার

Nov 23, 2020 | 10:56 AM

TV9 বাংলা ডিজিটাল: কিষাণজীর মৃত্যুবার্ষিকী সপ্তাহের মধ্যেই বীরভূমে পড়ল মাওবাদী পোস্টার (Maoist Poster)। রবিবার রাতে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের একটি গ্রামে বেশ কিছু মাওবাদী পোস্টার দেখতে পান গ্রামবাসীরা। পরে পুলিস গিয়ে তা উদ্ধার করে। এই পোস্টারগুলিতে লাল কালিতে লেখা রয়েছে ‘মাওবাদী এক হও’।পোস্টারগুলিতে কোনটিতে পুলিস, কোনটিতে আবার সিআরপিএফ-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। কয়েক বছর আগে […]

কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগেই বীরভূমে উদ্ধার মাওবাদী পোস্টার
কিষাণজীর মৃত্যুবার্ষিকীর আগেই বীরভূমে উদ্ধার মাওবাদী পোস্টার

Follow Us

TV9 বাংলা ডিজিটাল: কিষাণজীর মৃত্যুবার্ষিকী সপ্তাহের মধ্যেই বীরভূমে পড়ল মাওবাদী পোস্টার (Maoist Poster)। রবিবার রাতে ঝাড়খণ্ড লাগোয়া বীরভূমের একটি গ্রামে বেশ কিছু মাওবাদী পোস্টার দেখতে পান গ্রামবাসীরা। পরে পুলিস গিয়ে তা উদ্ধার করে।
এই পোস্টারগুলিতে লাল কালিতে লেখা রয়েছে ‘মাওবাদী এক হও’।পোস্টারগুলিতে কোনটিতে পুলিস, কোনটিতে আবার সিআরপিএফ-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

কয়েক বছর আগে বীরভূমে মাওবাদীদের কয়েকটি নাশকতার ঘটনা ঘটেছিল। দুবরাজপুর ব্লকে একটি মোবাইল টাওয়ার বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। সাঁইথিয়া – অন্ডাল রেললাইনের পাঁচরা ও ভীমগড়ের মাঝে রেল লাইন উড়িয়েছিল তারা।

আরও পড়ুন: মায়ের দেহ পড়ে লাইনে, ছেলের শরীর আটকে যায় ট্রেনের কাউ ক্যাচারে! মর্মান্তিক দৃশ্য বীরভূমে

২৪ নভেম্বর মাওবাদীরা ‘শহিদ সপ্তাহ’ পালন করেন। এই দিনেই যৌথবাহিনীর গুলিতে বুড়িশোল জঙ্গলে মৃত্যু হয় কিষাণজীর। সেই ক্ষত এখনও ভোলেননি মাওবাদীরা। তাই এই পোস্টার উদ্ধার হওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে পুলিস।

Next Article