Birbhum Python: অজগরের ‘আস্তানা’ হয়ে উঠছে বীরভূম? শহরের বুকে উদ্ধার দৈত্যকার সাপ

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 11, 2023 | 2:59 PM

Birbhum Python: ভিডিয়ো প্রকাশ্যে আসতেই খবর যায় দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়ের কাছে। তিনি খবর দেন বন দফতরে। সেখান থেকে বনকর্মীদের পাঠানো হয় সাপ ধরার জন্য। এছাড়াও ওই জাতীয় সড়কের কাছে বিস্তীর্ণ জায়গায় আগাছা জন্মে গিয়েছে

Birbhum Python: অজগরের আস্তানা হয়ে উঠছে বীরভূম? শহরের বুকে উদ্ধার দৈত্যকার সাপ
বীরভূমের রাস্তায় অজগর!
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: দু’দিকে ঝোপঝাড়। তার বুক চিরে চলে গিয়েছে জাতীয় সড়ক। শুনশান রাস্তা। ঘুটঘুটে অন্ধকার। তারইমধ্যে দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি দৈত্যাকার অজগর। রাস্তার ধারের সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল। বীরভূমের দুবরাজপুরে অজগরের রাস্তা পার হওয়ার ছবি ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ওই সাপটিকে পরে উদ্ধার করা হয়েছে। তবে আরও একটি বিষয় উল্লেখ্য। বীরভূম নাকি এখন অজগর সাপের আস্তানা হয়ে উঠেছে। কেন? তাও ব্যাখ্যা করেছেন সর্প বিশারদ।

দেখুন ভিডিয়ো

ভিডিয়ো প্রকাশ্যে আসতেই খবর যায় দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়ের কাছে। তিনি খবর দেন বন দফতরে। সেখান থেকে বনকর্মীদের পাঠানো হয় সাপ ধরার জন্য। এছাড়াও ওই জাতীয় সড়কের কাছে বিস্তীর্ণ জায়গায় আগাছা জন্মে গিয়েছে। সেই সব জমির মালিকদের কাছে আবেদন রাখেন, তাঁরা যাতে দ্রুত ঝোপ জঙ্গল পরিষ্কার করেন। পাশাপাশি কাউন্সিলর জানিয়েছেন, এই ধরনের ভিডিয়ো ভাইরাল করেন, অনেকেই পাবলিসিটির জন্য, কিন্তু তাতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ধরনের কাজ কখনই করা উচিত নয়। যারা ভাইরাল হওয়ার মতো এই ধরনের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য।

কিন্তু বীরভূমে কেন হঠাৎ অজগর?

জাতীয় বন্য জীব অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্য দীনবন্ধু বিশ্বাস জানিয়েছেন, বীরভূমের জলবায়ু এই ধরনের সাপেদের জন্য খুবই অনুকূল। সে কারণেই বীরভূমের একাধিক জায়গায় দেখা যায় এই ধরনের সাপ। বিশেষ করে বিভিন্ন নদীর আশেপাশের বাসা বাঁধে এরা। এখন নদীতে বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু হওয়ায় এই ধরনের সাপগুলি লোকালয়ে প্রবেশ করছে।

Next Article