Birbhum Rice Mill: খাতা-কলমের মালিকের আড়ালে আসল মুখ কে? ১৫ টি রাইস মিলে নজর CBI-এর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 27, 2022 | 10:56 AM

Birbhum Rice Mill: দুই রাইস মিলে হানা দিয়েই একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে সিবিআই। ভোলে ব্যোম রাইস মিলে একাধিক গাড়িও দেখতে পান তদন্তকারীরা।

Birbhum Rice Mill: খাতা-কলমের মালিকের আড়ালে আসল মুখ কে? ১৫ টি রাইস মিলে নজর CBI-এর
ভোলে ব্যোম রাইস মিল

Follow Us

কলকাতা : প্রথমে ভোলে ব্যোম রাইস মিল, পরে শিব শম্ভু। মিলের নাম দেখে মালিকের দেব-ভক্তির একটা আন্দাজ পাওয়া যায়। তবে এ সব রাইস মিলের পিছনেই নাকি রয়েছে বড় কেলেঙ্কারির হদিশ। কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীরা অন্তত এমনটাই অনুমান করছেন। অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর এখনও পর্যন্ত বীরভূমের দুটি রাইস মিলে তল্লাশি চালিয়েছে সিবিআই। তবে সূত্রের খবর, এমন অন্তত ১৫ টি রাইস মিল গোয়েন্দাদের নজরে রয়েছে। গরু পাচারের কালো টাকা ওই সব চালকলের মাধ্যমে সাদা করা হত কি না, তা নিয়েই উঠেছে প্রশ্ন।

অনুব্রত মণ্ডলর মেয়ে সুকন্যার নামে রয়েছে ভোলে ব্যোম রাইস মিল। আর অনুব্রতর জামাইবাবু কমলাকান্তের নামে রয়েছে শিব শম্ভু রাইস মিল। এই দুই জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যেই অনেক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে সিবিআই।

সূত্রের খবর, বীরভূমের মোট ৮২ টি চালকলের মধ্যে ১৫ টি নিয়ে সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। কোনওটই অনুব্রতর মালিকানাধীন নয়, তবে মালিকানা কার? সেই সংক্রান্ত নথির খোঁজ করতেই তৎপর হয়েছেন তদন্তকারীরা।

সিউড়ি, মির্জাপুর, ছোট সাংড়া, মোল্লারপুর এলাকার কয়েকটি রাইস মিল রয়েছে রেডারে। এ ছাড়া লাভপুরের তিনটি রাইস মিল নিয়ে সন্দেহ রয়েছে গোয়েন্দাদের। একই ব্যক্তির নামে আহমেদপুরে রয়েছে চারটি রাইস মিল। ইলমবাজার, পুরন্দরপুরে মোট তিনটি চালকলের মালিক একজনই। এক দম্পতির মালিকানায় থাকা আরও একটি চালকল নিয়েও রয়েছে প্রশ্ন। বেশির ভাগ ক্ষেত্রেই চালকলগুলি যৌথ মালিকানাধীন বলে জানা গিয়েছে।

তদন্তকারীরা মনে করছেন, খাতায় কলমে মালিক হিসেবে যাঁদের নাম রয়েছে, তাঁরা আসল মালিক নাও হতে পারেন। পিছনে আসল মুখ অন্য কেউ কি না, সেটা খতিয়ে দেখতে চান তাঁরা। বিভিন্ন সরকারি প্রকল্পের জন্যও এই চালকলে প্রক্রিয়াকরণ হত বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, ভোলে ব্যোম রাইস মিলের গ্যারাজে গাড়ির ভিড় দেখে অবাক হয়ে গিয়েছিলেন তদন্তকারীরা। পরে জানা যায়, চালকলের নামে কয়েক কোটি টাকার গাড়ির চুক্তি হয়েছে।

Next Article