TMC-BJP: অভিষেক জেলা সফরে থাকাকালীন তৃণমূল ছেড়ে বিজেপি-তে গেল ৬৫টি পরিবার

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 10, 2023 | 7:11 AM

Suri: ঙ্গলবার রাতে এই সকল তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, "জীবন মালের নেতৃত্বে তৃণমূল ছেড়ে ৬৫টি পরিবার বিজেপি-তে যোগদান করেছে। তৃণমূলের স্বজন-পোষণ, চুরি ও সর্বপরি প্রতারণার পরিবর্তে এরা নতুন সরকার চাইছে বিজেপি-র সরকার চাইছে।"

TMC-BJP: অভিষেক জেলা সফরে থাকাকালীন তৃণমূল ছেড়ে বিজেপি-তে গেল ৬৫টি পরিবার
বিজেপি-তে যোগদান (নিজস্ব চিত্র)

Follow Us

সিউড়ি: নতুন কর্মসূচিকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে জেলা সফরে বেরিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ হয়ে মঙ্গলবার তাঁর সভা ছিল বীরভূমে। ‘নব জোয়ার’ কর্মসূচিতে একদিকে যখন তিনি জনসংযোগের জন্য জেলাগুলিতে ঘুরছেন সেই সময় দলবদলের খবর প্রকাশ্যে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরে পা রাখাকালীন তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন ৬৫টি পরিবার।

সূত্রের খবর, যাঁরা দলবদল করেছেন তাঁদের মধ্যে একজন রয়েছেন তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। তার নেতৃত্বেই মল্লিকপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আড্ডা গ্রামের ৬৫টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল। মঙ্গলবার রাতে এই সকল তৃণমূল কর্মী-সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন, “জীবন মালের নেতৃত্বে তৃণমূল ছেড়ে ৬৫টি পরিবার বিজেপি-তে যোগদান করেছে। তৃণমূলের স্বজন-পোষণ, চুরি ও সর্বপরি প্রতারণার পরিবর্তে এরা নতুন সরকার চাইছে বিজেপি-র সরকার চাইছে।”

সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পরিবারগুলির অভিযোগ, তৃণমূলে থাকার ফলে তাঁদের এলাকায় কোনও কাজ হয়নি। সব চুরি হয়েছে। নেতারা সব চুরি করে নিয়েছেন। দলবদল করা এক ব্যক্তি বলেন, “আমাদের গ্রামে কোনও উন্নয়ন হয়নি। ওরা চোর। খালি দুর্নীতি করছে। প্রায় ১২০ জন লোক এসেছেন। আমরা সকলেই ধ্রুব সাহার নেতৃত্বে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করলাম।”

Next Article