বীরভূম: ফের সেই একই দৃশ্য। আবারও ব্যালট নিয়ে বিশৃঙ্খলা। বীরভূমের মুরারইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সভা শেষ করে বেরিয়ে যাওয়ার পরেই শুরু হয় অশান্তি। পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে হয় গণ্ডগোল। তবে এই প্রথম এমনটা হচ্ছে তা নয়, এর আগে কোচবিহারের দিনহাটা, মুর্শিদাবাদের বহরমপুরে একই ঘটনা ঘটেছিল। এই নিয়ে বহরমপুরে তীব্র অসন্তোষও প্রকাশ করেছিলেন তৃণমল সাংসদ। ধমকও দিয়েছিলেন কর্মীদের। কিন্তু তারপরও যে কেউ কথা কানে তুলছেন না তা একপ্রকার স্পষ্ট হল গতকাল মুরারইয়ের সভা থেকে।
সূত্রের খবর, গতকাল বীরভূমের বীরভূমের মুরারইয়ে সভা করেন অভিষেক। বক্তব্য রাখার পর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর পঞ্চায়েতে প্রার্থী নির্বাচন ঘিরে শুরু হয় ভোটাভোটি। আর সেখানেই গণ্ডগোল। তৃণমূলের দুই গোষ্ঠী মধ্যে বচসা। এমনকী ব্যালট পেপার নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। তৃণমূলের একাংশের বিরুদ্ধে উঠল লুঠের অভিযোগও। রাজ্যের আর পাঁচটি জেলায় ঠিক যেমনভাবে পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে অশান্তি হয়েছিল প্রথম দিন বীরভূম সফরেও দেখা গেল সেই একই দৃশ্য।
প্রসঙ্গত, এর আগে কোচবিহারের দিনহাটায় একই ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় কর্মীদের আগেই সতর্ক করেন সেকেন্ড ইন কমান্ড। তারপর মুর্শিদাবাদের বহরমপুরেও ধরা পড়ে বিশৃঙ্খলতার ছবি। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ভোট দিতে গিয়ে গতকাল বিধায়ক গোষ্ঠীর সঙ্গে ব্লক সভাপতির প্রকাশ্যে আসে কোন্দল। বিশৃঙ্খলা সামাল দিতে গিয়ে রীতিমত হিমশিম খেতে হয় পুলিশকে। শেষমেশ উত্তেজনা সামলাতে আসরে নামেন হয় খোদ অভিষেককে। কিন্তু এরপরও বিন্দু মাত্র পরিস্থিতি যে পাল্টায়নি তা এক কথায় বলাই যায়।