দুবরাজপুর: আবারও নারী নির্যাতনের অভিযোগ উঠল রাজ্যে। টিউশন বাড়ি ফিরছিল এক নাবালিকা। পিছন থেকে টেনে, মুখে কাপড় বেঁধে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ। বীরভূমের দুবরাজপুরের ঘটনা। দুবরাজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। সোমবার সন্ধ্যা ছ’টা নাগাদ ওই নাবালিকা ফিরছিলেন। দুই যুবক ছিলেন বলে অভিযোগ। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
নাবালিকার পরিবারের দাবি, টিউশন পড়ে ফেরার সময় হঠাৎ দুই যুবক গিয়ে হাজির হয় তার কাছে। সঙ্গে ছিল তার এক বান্ধবীও। শুধু গণধর্ষণের চেষ্টাই নয়, ব্যাপক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। নাবালিকার অভিযোগ, টিউশন পড়ে বাড়ি ফেরার পথে পণ্ডিতপুর গ্রামের কাছে দু’জন যুবক তার পথ আটকায়। তাকে জোর করে রাস্তা থেকে টেনে নিয়ে যায় পাশে একটি ঝোপের মধ্যে। সেখানে কাপড় দিয়ে তার মুখ বাঁধা হয় এবং গণধর্ষণের চেষ্টা করে।
নাবালিকার আরও অভিযোগ, বাধা দিলে তাকে ব্যাপক মারধর করা হয় তাকে। ছিঁড়ে ফেলা হয় নাবালিকার পোশাকের একাংশ। নাবালিকার চিৎকার শুনে রাস্তা দিয়ে যাতায়াত করছিলেন এমন মানুষজন দাঁড়িয়ে পড়েন। সব লোকজন জড় হওয়ায় নাবালিকাকে উদ্ধার করা সম্ভব হয়। ইতিমধ্যেই গাঢাকা দিয়েছেন দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ।