Bolpur: প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ৩ মাসের গর্ভবতী ষষ্ঠ শ্রেণির ছাত্রী! পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির
Physical Harassment: স্থানীয় বিজেপি নেতা খোকন দাস ক্ষোভ উগরে দিচ্ছেন পুলিশের উপরে। ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, “ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী আজ তিন মাসের গর্ভবতী। থানাতে অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই।”

বোলপুর: ১২ বছরের কিশোরীকে তিন মাস ধরে ধর্ষণের অভিযোগ। শেষ পর্যন্ত অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বোলপুর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ। কিন্তু অভিযোগ পাওয়ার পরেও অভিযুক্তকে কেন পুলিশ গ্রেফতার করছে না সেই প্রশ্ন তুলছেন পরিবারের সদস্যরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে। বিজেপি প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।
ঘটনায় নির্যাতিতার ঠাকুমা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন। তিনি বলছেন, “অনেক আগে ঘটনা ঘটেছে। পুলিশে অভিযোগ জানিয়েছি। এখনও পুলিশ কাউকে গ্রেফতার করেনি। কিন্তু আমরা বিচার চাই। আমরা চাই অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমাদের একটা চায়ের দোকান রয়েছে। সেখানেই ওই ছেলে রাতের অন্ধকারে এসে আমার নাতনিকে ভয় দেখিয়ে অত্য়াচার করতো। আমার নাতনি এখন গর্ভবতী হয়ে গিয়েছে।”
স্থানীয় বিজেপি নেতা খোকন দাস ক্ষোভ উগরে দিচ্ছেন পুলিশের উপরে। ক্ষোভের সঙ্গেই তিনি বলছেন, “ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী আজ তিন মাসের গর্ভবতী। থানাতে অভিযোগ দায়ের হয়েছে। আমরা অভিযুক্তের কঠোর শাস্তি চাই। আমরা বোলপুর প্রশাসনকে ধিক্কার জানাই। যদি অভিযুক্তকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব। কোনওভাবেই আমরা এ ঘটনা ধামাচাপা দিতে দেব না।”
কয়েকদিন আগেই এক ধরনের একটি ঘটনার প্রতিচ্ছবি দেখা গিয়েছিল হুগলির শ্রীরামপুরে। খাবারের লোভ দেখিয়ে ১১ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। নাবালিকার মা পরিচারিকার কাজ করেন। মা বেরিয়ে যেতেই ওই নাবালিকা প্রথমে খাবারের লোভ দেখানো হয় বলে অভিযোগ। কথা না শুনলে ভয় দেখিয়ে চলে অপকর্ম। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
