অমিত শাহর সামনে কেঁদে ফেললেন বগটুইয়ের মিহিলাল, বিচারের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 14, 2023 | 6:59 PM

Amit Shah meets Bagtui Victim: গাড়ির দরজা খুলে মিহিলালের জন্য অপেক্ষা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সামনে গিয়ে মিহিলাল জানান, কীভাবে তাঁর পরিবার শেষ হয়ে গিয়েছিল বগটুইতে।

অমিত শাহর সামনে কেঁদে ফেললেন বগটুইয়ের মিহিলাল, বিচারের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
অমিত শাহের সঙ্গে দেখা করলেন মিহিলাল

Follow Us

বীরভূম : চোখের সামনে নিজের স্ত্রী, মা, সন্তানের মৃত্যু দেখেছিলেন তিনি। ভয়াবহ আগুনে জ্বলে পুড়ে যেতে দেখেছিলেন নিজের ভিটেমাটি। বছর পেরিয়ে আজও সেই স্মৃতি বয়ে বেড়াচ্ছেন বীরভূমের মিহিলাল শেখ। শুক্রবার বীরভূমে বগটুই-কাণ্ডের অন্যতম সেই সাক্ষী দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এদিন সকাল থেকে শাহের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন মিহিলাল। বীরভূমে কর্মসূচি শেষে তিনি দেখা করার সুযোগও পান। অমিত শাহের সামনে বগটুইয়ের ঘটনার কথা বলতে গিয়ে এদিন কান্নায় ভেঙে পড়েন মিহিলাল। ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার দুপুরে বীরভূমে পৌঁছন অমিত শাহ। তাঁর সঙ্গে দেখা করার জন্য এদিন সমাবেশস্থলেই হাজির হন মিহিলাল। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন আত্মীয়ও। সমাবেশ শেষ হওয়ার পর বীরভূমে বিজেপির দলীয় কার্যালয়ে যান অমিত শাহ। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকেন মিহিলাল। দলীয় কার্যালয়ে বৈঠকের পর বেরিয়ে গাড়িতে উঠে পড়েন শাহ। তারপর ডাক পড়ে মিহিলালের।

গাড়ির দরজা খুলে মিহিলালের জন্য অপেক্ষা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সামনে গিয়ে মিহিলাল জানান, কীভাবে তাঁর পরিবার শেষ হয়ে গিয়েছিল বগটুইয়ে। বলতে গিয়ে চোখে জল চলে আসে তাঁর। অমিত শাহ তাঁকে বলেন, আইন মাফিক সব হবে, বিচার পাবেন আপনি।

সুবিচার কবে হবে, তা স্পষ্ট নয়। তবে, এটুকু সময় দেওয়ার জন্য অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন মিহিলাল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভেবেছিলাম ব্যস্ততার মধ্যে কথা হবে না। এইটুকু সময় দিয়েছেন তাতে আমি খুশি।’ জানালেন স্বজন হারানোর কথাই তিনি বলেছেন অমিত শাহকে।

কলকাতায় বিজেপির মঞ্চে আগেও দেখা গিয়েছে মিহিলালকে। কলকাতায় দলের একটি সভামঞ্চে সম্প্রতি হাজির ছিলেন মিহিলাল। তবে কি বিজেপির সংখ্যালঘু মুখ হতে পারেন তিনি? মিহিলালের উত্তর, ‘সময়ই বলবে।’ উল্লেখ্য, এদিন মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়ে শুরুতেই বগটুইয়ের কথা বলেন অমিত শাহ। বগটুইয়ের মৃতদের শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি।

Next Article