বীরভূম: অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডল জামিন পেতেই অকাল হোলিতে মাতলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। কিছু দিন আগে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও জামিন পেয়েছিলেন।
২০২২ সালের ১১ অগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। পরে ২০২৩ সালে ওই মামলাতেই তাঁর কন্যাকে গ্রেফতার করে ইডি। তারপর তিহাড় জেলে ঠাঁই হয় বাবা এবং মেয়ের। উল্লেখ্য বছর দুয়েক আগে বীরভূমের নিচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাঁকে রাখা হয়েছিল। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। তখন থেকে তিহাড়েই বন্দি ছিলেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় কেষ্ট মণ্ডলের জামিনের খবর পৌঁছাতেই পূর্ব বর্ধমানের আউশগ্রামের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।সবুজ আবীরের পাশাপাশি পথচলতি মানুষজনকে মিষ্টি মুখ করানো হয়।