কলকাতা: অভিযুক্তদের তালিকায় তাঁদের নাম নেই। কিন্তু ঘুরিয়ে তাঁদেরই নাম রয়েছে চার্জশিটে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের চার্জশিটে ‘এক ঢিলে দুই পাখি মারল’ সিবিআই। অর্থাৎ অনুব্রতর চার্জশিট এমন তিন জন তাঁর ঘনিষ্ঠের নাম উল্লেখ করা হয়েছে, যাঁদের নাম অভিযুক্তদের তালিকায় নেই। অথচ অনুব্রতর মণ্ডলের খুবই ঘনিষ্ঠ ও বিভিন্ন কাজের সঙ্গে প্রত্যক্ষ যোগ রয়েছে তাঁদের। চার্জশিটে নাম রয়েছে অনুব্রত ঘনিষ্ঠ মলয় পীঠ, মনীশ কোঠারি ও রাজীব ভট্টাচার্যের। প্রশ্ন উঠছে ওঁদের অবস্থা কি মানিক ভট্টাচার্যের মতোই হবে? কারণ নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের চার্জশিটেও প্রথমে মানিক ভট্টাচার্যের নাম ও দুর্নীতিতে তাঁর ভূমিকার উল্লেখ ছিল। পরে তাঁকে গ্রেফতার করে ইডি। সেক্ষেত্রে মানিক ভট্টাচার্যের মতোই কি পরিস্থিতি হবে তিন কেষ্ট ঘনিষ্ঠের? প্রশ্ন থাকছেই।
চার্জশিটে তিরবিদ্ধ কেষ্টর ‘ত্রি-নেত্র’। চার্জশিটে নাম থাকায় বিপাকে পড়েছেন মলয় পীঠ, মনীশ কোঠারি ও রাজীব ভট্টাচার্য। এই তিনজন কীভাবে কেষ্টকে সাহায্য করেছেন, তা চার্জশিটের মাধ্যমে সরাসরি আদালতের কাছে পৌঁছে দিয়েছেন তদন্তকারীরা। অভিযুক্ত হিসাবে নাম রয়েছে অনুব্রতর, কিন্তু ঘুরিয়ে এই তিন জনের নাম চার্জশিটে বারবার উল্লেখ করেছেন তদন্তকারীরা। জেলার রাজনীতিতে কান পাতলে শোনা যায় এই তিন অরাজনৈতিক ব্যক্তি কেষ্টর বড় ভরসা।
চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে মলয় তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে কেষ্ট ঘনিষ্ঠকে পেট্রোল পাম্পের সিকিউরিটি ডিপোজিট বাবদ ২০ লক্ষ টাকা দিয়েছিলেন। এখানেই রয়েছে ফাঁক। প্রথমত, স্বেচ্ছাসেবী সংস্থা এরকম কাজ করতে পারে না। দ্বিতীয়ত, এই ২০ লক্ষ টাকার সঙ্গে গরু পাচারের টাকার যোগ রয়েছে কিনা, তার খোঁজ করছে ইডি।
ভোলে বোম রাইস মিল কেনা ও কোম্পানি তৈরি করতে কেষ্টকে সাহায্য করেছেন চার্টার্ড অ্যাকাউন্ট মণীশ কোঠারি ও রাজীব ভট্টাচার্য। গরুপাচারের টাকায় ওই রাইস মিল কেনা হয়েছে, কিনা তার তদন্ত চলছে।
মণীশ ও মলয়কে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সূত্রের খবর, তাঁদের জবাবে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। কথায় একাধিক অসঙ্গতিও রয়েছে। সরাসরি তাঁদের তিন জনের বিরুদ্ধে এখনও পর্যন্ত কঠোর কোনও পদক্ষেপ করেননি তদন্তকারীরা। কিন্তু অনুব্রতর চার্জশিটে নাম থাকায় তাঁদেরও ভবিতব্য মানিক ভট্টাচার্যের মতোই যে হবে না, তা নিশ্চিত করে বলা যায় না।