রামপুরহাট: বগটুই গণহত্যাকাণ্ডে এবার তিন অভিযুক্তের নানে হুলিয়া জারি হল। তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য হুলিয়া জারি করে বগটুই গ্রামে নোটিস সাঁটাল সিবিআই। বগটুই গ্রামের বিভিন্ন জায়গায় এই নোটিস সাঁটানো হয়েছে। রোহন শেখ, মারফত শেখ ও খুশিল শেখের নামে এই হুলিয়া জারি করেছে সিবিআই। এরমধ্যে রোহন বগটুই লালন শেখের ছেলে।
বগটুই কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন লালন শেখ। পরে সিবিআই হেফাজতে মারা যান তিনি। রোহন শেখ সেই লালন-পুত্র। অন্যদিকে মারফত শেখ নিহত ভাদু শেখের বাবা। হুলিয়া জারি করে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি রামপুরহাট মহকুমা আদালতের এসিজেএমের এজলাসে হাজির হাজির হতে হবে তিনজনকে।
২০২২ সালের ২১ মার্চ। বীরভূমের রামপুরহাটের বগটুই মোড়ে বোমা ও গুলির আঘাতে খুন হন বড়শাল গ্রামপঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। ভাদুর মৃত্যুর ঘটনা ঘিরে সন্ধ্যা থেকে উত্তপ্ত হচ্ছিল এলাকা। এরপরই রাতে ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা।
বগটুই গ্রামে আগুন লাগিয়ে পুড়িয়ে মারা হয় শিশু ও নারী-সহ ১০ জনকে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। গণহত্যা মামলার তদন্তে নেমে রোহন শেখ, মারফত শেখ ও খুশিল শেখের নাম উঠে আসে। এবার তাঁদের আদালতে হাজিরা দেওয়ার জন্য হুলিয়া জারি করল সিবিআই।