Bagtui Massacre: ধিক-ধিক করে জ্বলছে আগুন, নিঃশ্বাসে পোড়া গন্ধ, এ সব ছবি দেখেও কি শিহরিত হন না ‘ওঁরা’?

Birbhum: রাতারাতি বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে গিয়েছে রামপুরহাটের অখ্যাত এই গ্রাম। সোমবার রাতে এই গ্রামের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে।

| Updated on: Mar 22, 2022 | 6:36 PM
দু'দশকের ব্যবধান। ছোটো আঙারিয়ার পরই তালিকায় যোগ হল বগটুইয়ের নাম। রাতারাতি বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে গিয়েছে রামপুরহাটের অখ্যাত এই গ্রাম। সোমবার রাতে এই গ্রামের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। ঠিক তার এক ঘণ্টার মধ্যেই চলে তাণ্ডব। ভাদু শেখের বাড়ির পাশেই একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয় ৭ জনের অগ্নিদগ্ধ দেহ। পুড়ে খাক আশেপাশের অনেকগুলো বাড়ি। কিন্তু মুখে কুলুপ প্রতিবেশীদের।

দু'দশকের ব্যবধান। ছোটো আঙারিয়ার পরই তালিকায় যোগ হল বগটুইয়ের নাম। রাতারাতি বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে গিয়েছে রামপুরহাটের অখ্যাত এই গ্রাম। সোমবার রাতে এই গ্রামের উপ প্রধান ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগ ওঠে। ঠিক তার এক ঘণ্টার মধ্যেই চলে তাণ্ডব। ভাদু শেখের বাড়ির পাশেই একটি বাড়ি থেকে মঙ্গলবার সকালে উদ্ধার হয় ৭ জনের অগ্নিদগ্ধ দেহ। পুড়ে খাক আশেপাশের অনেকগুলো বাড়ি। কিন্তু মুখে কুলুপ প্রতিবেশীদের।

1 / 6
মাঝে একটা ঢালাই রাস্তা। রাস্তার এপাশে বগটুইয়ের সেই উপপ্রধান ভাদু শেখের বাড়ি। যাঁকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছিল। আর রাস্তার ঠিক ওপাশেই 'অভিশপ্ত' সেই বাড়ি। যেখান থেকে মঙ্গলবার ৭ জনের দেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা। ৭ টি দেহই সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এমন অবস্থা, তা দেখে শণাক্তের উপায় নেই কিছুই। মনে করা হচ্ছে ২ শিশুও থাকতে পারে।

মাঝে একটা ঢালাই রাস্তা। রাস্তার এপাশে বগটুইয়ের সেই উপপ্রধান ভাদু শেখের বাড়ি। যাঁকে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছিল। আর রাস্তার ঠিক ওপাশেই 'অভিশপ্ত' সেই বাড়ি। যেখান থেকে মঙ্গলবার ৭ জনের দেহ উদ্ধার করেছেন দমকলকর্মীরা। ৭ টি দেহই সম্পূর্ণ ঝলসে গিয়েছে। এমন অবস্থা, তা দেখে শণাক্তের উপায় নেই কিছুই। মনে করা হচ্ছে ২ শিশুও থাকতে পারে।

2 / 6
রামপুরহাট 'হত্যাকান্ডে'র তদন্তে সিট গঠন করে রাজ্য। এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের মাথায় রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। রয়েছেন  ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ ও এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ। ইতিমধ্যেই এই ঘটনায় ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসিকে। অপসারণ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে।

রামপুরহাট 'হত্যাকান্ডে'র তদন্তে সিট গঠন করে রাজ্য। এই স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের মাথায় রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিংহ। রয়েছেন ডিআইজি সিআইডি (অপারেশন) মিরাজ খালিদ ও এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিংহ। ইতিমধ্যেই এই ঘটনায় ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসিকে। অপসারণ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে।

3 / 6
তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অবশ্য বক্তব্য, রাজনৈতিক কারণ নয়, শর্টসার্কিটের জেরে আগুন। অথচ রামপুরহাটের বগটুই গ্রামের পুড়ে যাওয়া বাড়ি ও অকুস্থল পরিদর্শনের পর সিট জানিয়ে দেয়, দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল।

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অবশ্য বক্তব্য, রাজনৈতিক কারণ নয়, শর্টসার্কিটের জেরে আগুন। অথচ রামপুরহাটের বগটুই গ্রামের পুড়ে যাওয়া বাড়ি ও অকুস্থল পরিদর্শনের পর সিট জানিয়ে দেয়, দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছিল।

4 / 6
ঘটনার মোড় নেয় অন্য। মঙ্গলবার সকালে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে আসেন। উপপ্রধানের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পোড়া বাড়িও ঘুরে দেখেন তিনি। কিন্তু কথা বলার তো কেউ ছিল না সেখানে।

ঘটনার মোড় নেয় অন্য। মঙ্গলবার সকালে তৃণমূল মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থলে আসেন। উপপ্রধানের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পোড়া বাড়িও ঘুরে দেখেন তিনি। কিন্তু কথা বলার তো কেউ ছিল না সেখানে।

5 / 6
রামপুরহাট কান্ডে উত্তাল হয়ে ওঠে বিধানসভাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি বিধায়করা।  সিট জানিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রত্যেককেই গ্রেফতার করা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এই গ্রাম ও পাশের গ্রামের বাসিন্দা। প্রত্যেকেই পুরুষ। জানিয়ে দিলেন সিট অধিকর্তা। তবে কারা আগুন লাগাল, তা এখনও স্পষ্ট নয়।

রামপুরহাট কান্ডে উত্তাল হয়ে ওঠে বিধানসভাও। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন বিজেপি বিধায়করা। সিট জানিয়েছে, ৮ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনায় অভিযুক্ত প্রত্যেককেই গ্রেফতার করা হবে। যাদের গ্রেফতার করা হয়েছে, তারা এই গ্রাম ও পাশের গ্রামের বাসিন্দা। প্রত্যেকেই পুরুষ। জানিয়ে দিলেন সিট অধিকর্তা। তবে কারা আগুন লাগাল, তা এখনও স্পষ্ট নয়।

6 / 6
Follow Us: