Cough syrup seized: ময়দার বস্তার আড়ালে পেটি ভর্তি নিষিদ্ধ কাফ সিরাপ, রামপুরহাটে আটক ১
Cough syrup seized: রবিবার সন্ধ্যা নাগাদ দুমকা-রামপুরহাট রাস্তা ধরে ঝাড়খণ্ডের দিক থেকে একটি পার্সেল ভ্যান আসছিল। সেই সময় সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়। এরপরই দেখা যায়, থরে থরে ময়দার বস্তা রাখা।
বীরভূম: প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল বীরভূম পুলিশ। বিশেষ সূত্রে খবর পেয়ে অভিযান চালায় তারা। প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ আটক করেছে। প্রায় ১২০ বাক্স সিরাপ উদ্ধার হয়েছে। বীরভূমের রামপুরহাট থানার ঝনঝনিয়া ব্রিজের কাছ থেকে এই নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধারের পাশাপাশি একজনকে আটকও করা হয়েছে।
রবিবার সন্ধ্যা নাগাদ দুমকা-রামপুরহাট রাস্তা ধরে ঝাড়খণ্ডের দিক থেকে একটি পার্সেল ভ্যান আসছিল। সেই সময় সন্দেহভাজন গাড়িটিকে আটক করা হয়। এরপরই দেখা যায়, থরে থরে ময়দার বস্তা রাখা। পরে সেই বস্তা সরাতেই সিরাপের শিশি নজরে আসে। এই ঘটনায় পার্সেল ভ্যানের চালকের কাছে কাগজপত্র চাওয়া হয়। এরপরই তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ে।
এমনকী কাফ সিরাপের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি পার্সেল ভ্যানের চালক। রামপুরহাট থানার পুলিশ পার্সেল ভ্যান ও তার চালককে আটক করেছে।