রেললাইনে ছিন্নভিন্ন হয়ে পড়ে ৩ কিশোরের দেহ, পাবজি গেম-ই খালি করল মায়েদের কোল
Train Accident: চালক দূর থেকে হর্ন দিলেও , তাদের কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। এরপরই দ্রুতগতিতে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তিন কিশোরের। ছিন্নভিন্ন হয়ে যায় তাদের দেহ।
পটনা: রেললাইনে বসে গেম খেলতে মগ্ন। পিছন থেকে যে ট্রেন আসছে, তার খেয়ালই নেই। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারণে। জানা গিয়েছে, নারকাটিয়াগঞ্জ-মুজাফ্ফরপুর রেল সেকশনের কাছে রয়্যাল স্কুলের সামনে রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। তিন কিশোর, যাদের বয়স ১৪-১৫ বছরের মধ্যে, তারা রেললাইনে বসে পাবজি গেম খেলছিল। তাদের সকলেরই কানে হেডফোন ছিল। এমন সময় ওই রেললাইনে একটি ট্রেন আসে।
চালক দূর থেকে হর্ন দিলেও , তাদের কানে হেডফোন থাকায় শুনতে পায়নি। এরপরই দ্রুতগতিতে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তিন কিশোরের। ছিন্নভিন্ন হয়ে যায় তাদের দেহ। মৃত কিশোরদের নাম ফুরকান আলম, সমীর আলম ও হাবিবুল্লা আনসারি।
দুর্ঘটনার খবর পেয়েই রেললাইনে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। পরিবারের নেমেছে শোকের ছায়া। পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায়। রেল কর্তৃপক্ষের তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
এসডিপিও বিবেক দীপ বলেন, “দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গেমে এতটাই মগ্ন ছিল তিনজন যে ট্রেনের আওয়াজ শুনতে পায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।”