কলকাতা: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ প্রায় শেষের দিকে। কয়েক দিনের মধ্যেই ফুরোচ্ছে তাঁর বিশ্বভারতীর উপাচার্য হিসেবে মেয়াদকাল। উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ আরও বাড়ানো হবে কি না, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। আর এদিকে ফলক-বিতর্ক নিয়ে শান্তিনিকেতনে টানা ধরনা-অবস্থান চালিয়ে যাচ্ছে তৃণমূল। এসবের মধ্যেই মেয়াদকালের শেষ লগ্নে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। পাঁচ পাতার সেই চিঠিতে নিজেকে রবীন্দ্র গবেষক বলে পরিচয় দিলেন বিশ্বভারতীর উপাচার্য। তিনি যে রবীন্দ্র-ভাবনার পরিপন্থী নন, সেই কথাই বার বার চিঠিতে বোঝাতে চাইলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।
বিশ্বভারতী ঘিরে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত গত বেশ কয়েকদিন ধরে। বিশ্বভারতীর ফলক-ইস্যুতে টানা ধরনা মঞ্চ চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজ আবার সেই ধরনা মঞ্চের সামনে পৌঁছে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি উপাচার্যের মেয়াদ শেষের অপেক্ষায় রয়েছেন। বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হলে শান্তিনিকেতন ও বিশ্বভারতীর বিস্তীর্ণ এলাকা গোবরজল দিয়ে শুদ্ধ করবেন বলেও জানিয়েছেন অনুপম।
মেয়াদকালের শেষলগ্নে বিশ্বভারতীর উপাচার্যের মুখ্যমন্ত্রীকে এই পাঁচ পাতার চিঠি পাঠানো নিয়েও কটাক্ষ করেছেন বিজেপি নেতা। তাঁর বক্তব্য, ‘এই ভিসি ভণ্ড। ইনি বিজেপি সাজার চেষ্টা করছেন, যাতে মেয়াদকাল বাড়ে।’ তৃণমূলের ধরনা মঞ্চের পাশে দাঁড়িয়ে এদিন বিশ্বভারতীর উপাচার্যকে ‘বহিরাগত’ বলেও কটাক্ষ করেছেন অনুপম হাজরা। তাঁর বক্তব্য, উপাচার্য শান্তিনিকেতন বা বোলপুরের ‘সেন্টিমেন্ট’ বোঝেন না। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে ‘শান্তিনিকেতনের বুকে ভাইরাস’ বলেও কটাক্ষ করেছেন বিজেপি নেতা।