বীরভূম: অনুব্রত মণ্ডলের জেলমুক্তির পর তাঁকে সঙ্গে নিয়ে এই প্রথমবার জেলা কোর কমিটির বৈঠক। সে নিয়ে জেলা জুড়ে তৃণমূল সহ সব রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে। শনিবার বোলপুরের জেলা তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি কোর কমিটির সঙ্গে প্রথমবার বৈঠকে বসবেন জেলা সভাপতি অনুব্রত। প্রায় বিরোধী শূন্য জেলায় তৃণমূল কি রাজনৈতিক পদক্ষেপ নেয়, সেদিকে তাকিয়ে শাসক দলের কর্মী সমর্থকরা। তবে সকলের আকর্ষণ অনুব্রত মণ্ডল ও কাজল শেখের রাজনৈতিক আলাপ কেমন হবে, সেদিকেই। দু’জনে একজোট হলে কত শক্তি বাড়বে তৃণমূলের। যদিও এই বৈঠকে উপস্থিত থাকার কথা আগেই জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিন মাস পরে ফের শনিবার মিলিত হচ্ছে জেলা সংগঠনের নিয়ন্ত্রকরা। ফলে কোর কমিটির হাতেই জেলার নেতৃত্ব চাইছে রাজ্য নেতৃত্ব। এটা সকলের কাছেই স্পষ্ট।
এই নিয়ে যদিও কাজল শেখ ক্যামেরার সামনে কোন বক্তব্য করতে চাননি। তবে অন্দরের খবর, কাজল শেখ বৈঠকে কিছু প্রস্তাব রাখবেন। রাজনৈতিক মহলের খবর, বৈঠকের উপর নির্ভর করে রয়েছে জেলার রাজনীতির ভবিষ্যৎ বলে মনে করছেন অনেকে। যদি কাজল শেখের সেই প্রস্তাব মেনে না নেওয়া হয় কোর কমিটির বৈঠকে কিংবা মেনে না নেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাহলে কি হতে চলেছে বীরভূমে? সব দিকেই নজর রাজনৈতিক মহলের।