Birbhum: নাম বিভ্রাট! ছাত্রীর ট্যাবের টাকা ঢুকল প্রাক্তন বিবাহিত ছাত্রীর অ্যাকাউন্টে, অতঃপর…

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 15, 2024 | 3:22 PM

Birbhum: স্কুলের তরফ থেকে বলা হচ্ছে,  দুজন ছাত্রীর নাম চৈতালি হাজরা। আর নাম বিভ্রাটের কারণেই এক পড়ুয়ার টাকা গেল অন্য পড়ুয়ার অ্যাকাউন্টে। অভিযোগ, যে ছাত্রীর অ্যাকাউন্টে টাকা প্রথমে ঢোকে, সেই ছাত্রী অনেকদিন আগেই স্কুল ছেড়ে দিয়েছেন।

Birbhum: নাম বিভ্রাট! ছাত্রীর ট্যাবের টাকা ঢুকল প্রাক্তন বিবাহিত ছাত্রীর অ্যাকাউন্টে, অতঃপর...
বীরভূমে ছাত্রীর অ্যাকাউন্টে গেল অন্য ছাত্রীর অ্যাকাউন্টে
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম:  রাজ্য জুড়ে এখন প্রশাসনের মাথাব্যথার কারণ ট্যাব দুর্নীতি। এই দুর্নীতির শিকড় কোথায়, তা হাতড়ে বেড়াচ্ছেন তদন্তকারীরা। এবার এক স্কুল ছাত্রের ট্যাবের টাকা চলে গেল একই নামে প্রাক্তন অন্য স্কুল পড়ুয়ার অ্যাকাউন্টে। ঘটনাটি ঘটেছে বীরভূমের কিন্নাহার বালিকা বিদ্যালয়ের।

তবে স্কুলের তরফ থেকে বলা হচ্ছে,  দুজন ছাত্রীর নাম চৈতালি হাজরা। আর নাম বিভ্রাটের কারণেই এক পড়ুয়ার টাকা গেল অন্য পড়ুয়ার অ্যাকাউন্টে। অভিযোগ, যে ছাত্রীর অ্যাকাউন্টে টাকা প্রথমে ঢোকে, সেই ছাত্রী অনেকদিন আগেই স্কুল ছেড়ে দিয়েছেন। এমনকি তার বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছে।

টাকা অন্য ছাত্রীর অ্যাকাউন্টে ঢুকেছে, সেটা জানা মাত্রই পুলিশের দ্বারস্থ হয় স্কুল কর্তৃপক্ষ। এরপর প্রাক্তন ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন স্কুলের শিক্ষিকারা। টাকা উদ্ধার হলেও পরিবারের অভিযোগ ওই ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ ডেকে পাঠায় এবং সমস্ত নথিপত্র নিয়ে নেয়। পরে নির্দিষ্ট ছাত্রীর অ্য়াকাউন্টে সেই টাকা পাঠানো হয়।

Next Article
Birbhum: মুখোমুখি হতে চলেছেন কেষ্ট-কাজল! শনিবার বীরভূমে কোর কমিটির বৈঠক