‘খেলা হবে’র পর একুশের নির্বাচনের আগে কেষ্টর নয়া ডায়লগ, সেটাও ‘হিট’!

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সুমন মহাপাত্র

Jan 31, 2021 | 6:35 PM

তিনি বলেন, "এখন পাতা ঝরার সময়। পাতা ঝরবে আবার নতুন পাতা গজাবে।"

খেলা হবের পর একুশের নির্বাচনের আগে কেষ্টর নয়া ডায়লগ, সেটাও হিট!
অনুব্রত মণ্ডল, ফাইল ছবি

Follow Us

বীরভূম: প্রতিবারই নির্বাচনের আগে তাঁর বলা ‘ডায়লগ’ হাওয়া তোলে পালে। এবারও তেমনটাই হয়েছে। ‘খেলা হবে’ এবার হয়েছে ভাইরাল। তাতে আজ বীরভূম জেলা সভাপতি ‘কেষ্টদা’র নয়া সংযোজন ‘খেলার রেফারি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’ রবিবার বীরভূমের (Birbhum) ইলামবাজারের সভায় বললেন অনুব্র‍ত মন্ডল।

বীরভূমের ইলামবাজারে জনসভা করা হয় তৃনমূল কংগ্রেসের তরফে। এ দিনের সভায় অনুব্রত মন্ডল আবারও সুর চড়ান, “খেলা তো হবেই আর তাতে রেফারি হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

তিনি বলেন, “এখন পাতা ঝরার সময়। পাতা ঝরবে আবার নতুন পাতা গজাবে।” কটাক্ষের সুরে অনুব্রত মন্ডল বলেন, “কে এল, কে গেল যায় আসে না ৷ কর্মীরাই শেষ কথা বলবে ৷” তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে ২২০-২৩০টি সিট পাবে তৃনমূল কংগ্রেস।

আরও পড়ুন: ‘দিদি আপনি প্রভু রামের নাম ত্যাগ করলেও বাংলায় রাম রাজ্য হবে’ : স্মৃতি ইরানি

প্রসঙ্গত, দু’দিন আগেই অনুব্রত মণ্ডল সুর চড়ান, “খেলা হবে, খেলা শেষে যেতে হবে হাসপাতালে।” বঙ্গ রাজনীতিতে এই ডায়লগ ‘হিট’ হয়ে যায়।

Next Article