Birbhum BJP: পদ্মবনে চরম কোন্দল! দুর্নীতির অভিযোগ তুলে জেলা সভাপতির সামনেই হাতাহাতি-ধস্তাধস্তি

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 28, 2023 | 1:35 PM

Birbhum BJP: সোমবার সকালে দলের কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন হাতে বিক্ষোভ দেখাতে যান দলের পুরনো কর্মীরা। তাঁরা কুশপুত্তুলিকাও দাহ করেন। সে সময়ে কার্যালয়ের ভিতরে ছিলেন ধ্রুব সাহা। তিনি খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন।

Birbhum BJP: পদ্মবনে চরম কোন্দল! দুর্নীতির অভিযোগ তুলে জেলা সভাপতির সামনেই হাতাহাতি-ধস্তাধস্তি
বিজেপির গোষ্ঠীকোন্দল
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: হাত ধরে চরম টানাটানি। ধস্তাধস্তি, হাতাহাতি। সামনেই জেলা সভাপতি দাঁড়িয়ে। তাঁর সামনেই বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। গোটা দৃশ্য দাঁড়িয়ে দেখলেন জেলা সভাপতি। বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকট৷ নতুন করে বিজেপির জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন ধ্রুব সাহা। বিজেপিরই একাংশের বক্তব্য, তারপর থেকেই আদি ও নব্যের মধ্যে বিবাদ প্রকট হয়েছে। এলাকায় পুরনো বিজেপি কর্মীদের বক্তব্য, দলে তাঁদের গুরুত্ব কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ৮ জন মণ্ডল সভাপতিকে দলের সঙ্গে যোগাযোগ না করেই সরিয়ে দেওয়া হয়েছে। ধ্রুব সাহার বিরুদ্ধেই অভিযোগ তুলেছেন দলীয় কর্মীদের একাংশ।

সোমবার সকালে দলের কার্যালয়ের সামনে ব্যানার, ফেস্টুন হাতে বিক্ষোভ দেখাতে যান দলের পুরনো কর্মীরা। তাঁরা কুশপুত্তুলিকাও দাহ করেন। সে সময়ে কার্যালয়ের ভিতরে ছিলেন ধ্রুব সাহা। তিনি খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, তখনই তাঁর অনুগামী ও বিক্ষুব্ধদের মধ্যে বচসা শুরু হয়। আর তা থেকেই হাতাহাতি। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, সতীশ ধন-সহ উচ্চ নেতৃত্ব। তাঁরাও বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁরা ব্যর্থ হন।

বিক্ষোভকারীদের বক্তব্য, ধ্রুব সাহাকে তাঁরা জেলা সভাপতি হিসাবে মেনে নেবেন না। কারণ তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে, জেলা বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি নিয়ে বলা হবে বলে জানা গিয়েছে। তবে কার্যালয়ের সামনেই অপ্রীতিকর এই পরিস্থিতি নিয়ে বিজেপি নেতৃত্বের তরফে এখনই কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Next Article