বীরভূম: জেলা তৃণমূলে কোর কমিটির বৈঠকের বিতর্কের মাঝেই নানুরে রক্তারক্তিকাণ্ড। জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের অনুগামীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। নানুরের বাহিরিতে আক্রান্ত তৃণমূল কর্মীরা। তাঁরা অনুব্রত অনুগামী বলেই জানা যাচ্ছে।
সম্প্রতি তৃণমূল কার্যালয়ে কোর কমিটির বৈঠক হয়েছে। কোর কমিটির বৈঠকের নির্যাস অনুযায়ী, অনুব্রত মণ্ডলের ক্ষমতা কিছুটা হলেও খর্ব হয়েছে। স্বাভাবিকভাবেই আরও বেশি অক্সিজেন পেয়েছে অনুব্রতর ‘বিরোধী গোষ্ঠী’ হিসাবে পরিচিত কাজল শেখ গোষ্ঠী। রবিবার নানুরের বাহিরিতে চায়ের দোকানে এক ব্যক্তি বসেছিলেন। তখনই কাজল শেখের অনুগামীরা তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন অনুব্রতর মণ্ডলের বেশ কয়েকজন অনুগামীও।
আক্রান্তদের উদ্ধার করে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি। কাজল শেখের অনুগামী তথা বাহিরির পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন, গোটা সম্পূর্ণই পারিবারিক বিবাদ। তা থেকেই হাতাহাতি। যদিও আক্রান্তদের অভিযোগ, কাজল শেখের অনুগামীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবেই হামলা চালিয়েছে। এ প্রসঙ্গে অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জামশেদ আলি খানের বক্তব্য, “প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ করুক। ”