Satabdi Roy: কেষ্টর সঙ্গে একমঞ্চে কেন থাকছেন না শতাব্দী? অবশেষে মুখ খুললেন সাংসদ

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 17, 2024 | 3:05 PM

Satabdi Roy: বস্তুত, জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, "ভাল খুব ভাল। যে কর্মীদের সঙ্গে ওঁর সম্পর্ক ভাল তাঁরা খুশি।" সেই দিন থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যাঁদের সঙ্গে সম্পর্ক ভাল শুধু কি তাঁরাই খুশি?

Satabdi Roy: কেষ্টর সঙ্গে একমঞ্চে কেন থাকছেন না শতাব্দী? অবশেষে মুখ খুললেন সাংসদ
অনুব্রত মণ্ডল ও শতাব্দী রায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: গত লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছিলেন, ‘কেষ্টদার সঙ্গে দেখা করে আসব…।’ কিন্তু তা কেষ্ট ফিরলেও দেখা হয়নি দু’জনের। তবে কি অনুব্রতর ফেরায় ‘না খুশ’ শতাব্দী। রবিবার রামপুরহাটে দলীয় একটি সভা থেকে সে প্রসঙ্গই তোলেন তৃণমূল সাংসদ। জানালেন, এখনও কেন দেখা করেননি কেষ্টর সঙ্গে।

বস্তুত, জেল থেকে ফেরার খবর যখন শতাব্দীর কাছে প্রথম পৌঁছেছিল সেই সময় তাঁকে বলতে শোনা গিয়েছিল, “ভাল খুব ভাল। যে কর্মীদের সঙ্গে ওঁর সম্পর্ক ভাল তাঁরা খুশি।” সেই দিন থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যাঁদের সঙ্গে সম্পর্ক ভাল শুধু কি তাঁরাই খুশি? এরপর কেষ্ট ফিরে এসে জেলায় একাধিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান করেছেন। কিন্তু তাঁর সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে দেখা যানি শতাব্দী বা কাজল কাউকেই। কেন?

শনিবার শতাব্দী উত্তর দিলেন সেই প্রশ্নেরই। বললেন, “হ্যাঁ দেখা হয়নি। ওঁর সঙ্গে মিটিং হয়নি। আজ যদি আসতেন তখন দেখা হত।” বস্তুত, এ দিন কোর কমিটির বৈঠক নিয়েও মুখ খোলেন শতাব্দী। বলেন,”মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের উপর দল চলে। এর উপরে কিছু বলার নেই। আমি শুনেছি অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য হয়েছেন। ছ’জন ছিল সাত জন হয়েছেন। চেয়ার পার্সন হলে আমরা জানতে পারব।”

Next Article
Anubrata Mondal: অনুব্রত কি ‘ব্রিটেনের রানি’? চেয়ারপার্সন পদ পেয়েও ‘ঠুঁটো জগন্নাথ’ কেষ্ট
Birbhum: কোর কমিটির বৈঠকের পরই নানুরে রক্তারক্তিকাণ্ড, অনুব্রত-কাজল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ