মহম্মদবাজার : বীরভূম জেলায় অনেকগুলি পাথরের খাদান রয়েছে। কিন্তু গত ১ সেপ্টেম্বর থেকে বীরভূমের মহম্মদবাজার এলাকা সহ বিভিন্ন পাথরের খাদানগুলি বন্ধ হয়ে রয়েছে। সমস্যা মূলত বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। পাথর খাদান মালিকদের একাংশ জানিয়েছেন, কাগজপত্র না থাকার জন্য়ই এই সব খাদানগুলি বন্ধ রাখা হয়েছে। তবে এই সমস্যা আজকের নয়। ২০১৬ সাল থেকে খাদানগুলির কাগজপত্র নিয়ে এই টালবাহানা চলছে বলে অভিযোগ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে এই পাথর খাদানে কাজ করা বহু শ্রমিককে। শুধু পাথর খাদানে যাঁরা কাজ করেন তাঁরাই নন, এর পাশাপাশি এই পাথর খাদানের সঙ্গে যুক্ত অন্যান্য শিল্পগুলিও সমস্যায় পড়েছে। সব মিলিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমস্যায় পড়েছেন প্রায় এক লাখেরও বেশি মানুষ। এমন সময়ে পাথর খাদান নিয়ে জট কাটাতে বীরভূম জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলেন খাদানের মালিকরা।
মঙ্গলবারের এই বৈঠকের নির্যাসের বিষয়ে খাদান মালিকদের তরফ থেকে অবশ্য কিছু জানানো হয়নি। তবে বীরভূমের জেলাশাসক এই বিষয়ে জানিয়েছেন, বৈধতার ভিত্তিতেই পাথর খাদানগুলি চালু করতে হবে। শুধু তাই নয়, এর পাশাপাশি পলিউশন সংক্রান্ত যে সব অভিযোগ রয়েছে, সেগুলির জন্যও বীরভূম জেলা প্রশাসন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান জেলাশাসক। জানা গিয়েছে, এদিন প্রশাসনের সঙ্গে এদিনের বৈঠকের পর পাথর খাদানের মালিকরা নিজেদের মধ্যে আরও এক দফা বৈঠক করবেন। সেই বৈঠকের পরই খাদান মালিকরা তাঁদের সিদ্ধান্তের বিষয়ে জানাবেন।
উল্লেখ্য, বীরভূমের বহু এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু পাথরের খাদান ও ক্রাশার। প্রয়োজনীয় সব কাগজপত্র না থাকার কারণে বেশ কিছু পাথরের খাদান বন্ধ থাকায় কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে এখানে কর্মরত শ্রমিকদের। এমন পরিস্থিতিতে মঙ্গলবার পাথর খাদানের মালিকরা বৈঠকে বসেছিলেন জেলা প্রশাসনের কর্তারা। এখন দেখার, এর থেকে আগামী দিনে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসে কি না।