Birbhum: দিল্লিতে বিস্ফোরণ, বাংলা থেকে উদ্ধার জিলেটিন স্টিক! তৎপর পুলিশ
Birbhum: কলকাতা পুলিশের পক্ষ থেকে পার্কস্ট্রিট চত্বর এলাকায় হোটেল- লজ গুলিতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পার্কস্ট্রিট থানার পক্ষ থেকে হোটেল গুলিতে গিয়ে রেজিস্টার চেক করা হচ্ছে। কতজন আবাসিক আছে? কোথা থেকে এসছে? কত দিনের জন্য বুকিং? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

বীরভূম: দিল্লি বিস্ফোরণের পর কলকাতা-সহ বাংলার সমস্ত গুরুত্বপূর্ণ রেল স্টেশন, জায়গাগুলোতে তৎপর পুলিশ। চলছে নাকাচেকিং। বীরভূমে পুলিশের নাকা চেকিংয়ে উদ্ধার জিলেটিন ষ্টিক। একটি চারচাকা গাড়িতে করে বস্তাবন্দি করে ওই জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনাটি ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বীরভূমের নলহাটি থানার সুলতানপুর নলহাটি রাস্তায়। পুলিশের দাবি ২০ হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। মঙ্গলবার রাতে ওই এলাকায় টহলদারি চালানোর সময় পুলিশ চারচাকা গাড়িটি দেখতে পান।
গাড়িটি আটক করে তল্লাশি চালানোর সময় বিস্ফোরকগুলি দেখতে পায় পুলিশ। এরপরেই গাড়িটিকে বাজেয়াপ্ত করে নলহাটি থানার পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকে। ধৃতের নাম নারায়ন ঘোষ। বাড়ি নলহাটি থানা এলাকায়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বিস্ফোরক গুলি কোথায় ও কি কারনে কারা নিয়ে যাচ্ছিল সেই বিষয়টি তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ। পাথর শিল্পাঞ্চলে নাকি অন্য কোনো কাজে ব্যবহারের জন্য এই জিলেটিন স্টিক নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা পুলিশের পক্ষ থেকে পার্কস্ট্রিট চত্বর এলাকায় হোটেল- লজ গুলিতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পার্কস্ট্রিট থানার পক্ষ থেকে হোটেল গুলিতে গিয়ে রেজিস্টার চেক করা হচ্ছে। কতজন আবাসিক আছে? কোথা থেকে এসছে? কত দিনের জন্য বুকিং? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। ভার্চুয়ালি মিটিং করার পর প্রত্যেকটি থানা কে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তারপরই কলকাতা পুলিশের পক্ষ থেকে এই পদক্ষেপ। পুলিশ কমিশনারের নির্দেশ কোন অচেনা ব্যাক্তি কোন এলাকায় অযথা ঘুরলে বা সন্দেহ হলে নজর রাখতে হবে। নাকা চেকিং পয়েন্ট জোরদার করতে হবে, একই জায়গায় না করে বিভিন্ন জায়গায় নাকা করার নির্দেশ।
