সিউড়ি : যার পাকা বাড়ি আছে, তার নাম সরকারি যোজনার তালিকায়। এমন ভূরি ভূরি অভিযোগ সামনে এসেছে রাজ্যের বিভিন্ন জেলা থেকে। কাঁচা ঘর, খড়ের চাল থাকা সত্ত্বেও নাম ওঠেনি ‘আবাস যোজনা’র (Awas Yojana) তালিকায়, এ কথাও কান পাতলেই শোনা যাচ্ছে। তবে বীরভূমের (Birbhum) সিউড়িতে যে ছবি ধরা পড়ল, তা অমানবিক বলেই উল্লেখ করছেন বিরোধীরা। কাঁচা বাড়ি তো দূরের কথা, একটা গোটা দেওয়ালও নেই। প্রতিবেশীদের বাড়িতে দিন কাটছে মূক ও বধির ভ্যান চালকের পরিবারের। ‘আবাস যোজনা’ তালিকায় প্রথমে নামও ছিল সেই পরিবারের। কিন্তু তারপর দ্বিতীয় ভেরিফিকেশনে কোনও এক অজ্ঞাত কারণে বাদ পড়েছে সেই নাম। আশ্বাস, প্রতিশ্রুতি মিলেছে ঢের। কিন্তু ঘর হবে কী করে?
বীরভূমের সিউড়ির করিমপুরের ঘটনা। অভিযোগ, আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছে ওই পরিবার। করিমপুরের বাসিন্দা শেখ হান্নান পেশায় ভ্যান চালক। তিনি মূক ও বধির। স্ত্রী আফরোজা বিবি, দুই সন্তান রুমি খাতুন ও শেখ আজমলও বিশেষ চাহিদা সম্পন্ন। তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকু নেই। বর্ষার ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জলে মাটিতে মিশে গিয়েছে তাঁদের ত্রিপলে ঢাকা মাটির ঘরটুকু।
এই পরিবারের দুর্দশা দেখে না থাকতে পেরে গ্রামবাসীরাই উদ্যোগ নিয়েছিলেন তাঁদের ঘর তৈরি করে দেওয়ার। কিন্তু সেখানেও বাধে বিপত্তি। যে পরিমাণ টাকা চাঁদা হিসেবে উঠেছিল তাতে অর্ধেক দেওয়াল তোলা সম্ভব হয়েছিল। যতদিন বাড়ি তৈরির কাজ শেষ না হচ্ছে, ততদিন গ্রামের মানুষ তাঁদের চারজনকে পালা করে নিজেদের বাড়িতেই রাখছেন। কিন্তু সেটাই বা কতদিন? গ্রামের অধিকাংশ মানুষই শ্রমিক শ্রেণির।
‘পাহাড় থেকে সাগর যেখানেই তৃণমূল আছে, সেখানেই দুর্নীতি। আবাস যোজনা নিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে।’ তাঁর কথায়, ‘এতদিন মানুষ এতটাই ভীত যে প্রতিবাদ করতে পারেনি। এবার ভয় কমছে, তাই এই অভিযোগ গুলো সামনে আসছে।’