নানুর: রাত তখন অনেক। গভীর ঘুমে সবাই। সেই অবস্থার মধ্যেই ভাইকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ‘খুন’। শুধু তাই নয়, মাকেও খুনের চেষ্টার অভিযোগ। অভিযুক্ত দাদাকে গ্রেফতার করল নানুর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুর থানার অন্তর্গত থুপসড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালপাড়া গ্রামে।
পরিবার সূত্রে খবর, মৃতের নাম যাদব ঘোষ (৩৩)। এলাকাবাসীদের অভিযোগ, এই যাদবের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর দাদা মানব ঘোষের সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝগড়া চলছিল। সেই ঝগড়া-চরমে পৌঁছায় শনিবার গভীর রাতে। দুই দাদা ভাইয়ের মধ্যে প্রথমে বচসা চলে। পরবর্তীতে সবটাই মিটে যায়। তবে ভাইয়ের উপর যে রাগ কমেনি তা বোধহয় তখনও ঠাউর করতে পারেনি কেউ। রাত্রিবেলা সবাই যখন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সেই সময় অভিযুক্ত দাদা মানব ঘোষ চরম সিদ্ধান্ত নেয়। এমনটাই অভিযোগ এলাকাবাসীদের। অভিযোগ,দাদা মানব ঘোষ ঘুমন্ত অবস্থায় থাকা ভাই যাদব ঘোষের মাথায় ভোজালি দিয়ে কোপায়। এরপর অভিযুক্ত মানব ঘোষ বাবা ও মা যে ঘরে ঘুমাচ্ছিল সেখানে গিয়ে বাবাকে ধারাল অস্ত্র দিয়ে কোপাতে যায়। কিন্তু মা তাঁর হাত ধরে ফেলেন। তবে গুরুতরভাবে জখম হন তিনি।
আহত অবস্থায় ছোটো ছেলে ও মাকে হাসপাতালে নিয়ে গেলে যাদব ঘোষের মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি যাদবের মা। ইতিমধ্যেই নানুর থানার পুলিশ অভিযুক্ত মানব ঘোষকে গ্রেফতার করেছে।