Birbhum: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু, ১৯ ঘণ্টা পর পাশের ঘাটে ভেসে উঠল দেহ

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 20, 2024 | 6:25 PM

Birbhum: ব্লক বিপর্যয় মোকাবিলা টিম শিশুটির খোঁজে নামে। শনিবার রাত পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম গিয়ে হিংলো নদীতে নামে। তবে তার আগেই খবর আসে অজয় নদীর বাবুপুর ঘাটে ওই শিশুর মৃতদেহ জলে ভেসে উঠেছে।

Birbhum: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু, ১৯ ঘণ্টা পর পাশের ঘাটে ভেসে উঠল দেহ
শিশুর দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: নদীতে তলিয়ে গিয়েছিল শিশু। ১৯ ঘণ্টা তল্লাশির পর নদী থেকে উদ্ধার হল তার নিথর দেহ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম আবির অঙ্কুর (৬)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের লোবা পঞ্চায়েতের জোপলাই গ্রামে।

জানা গিয়েছে,  জোপলাই গ্রামের বাসিন্দা গোপীনাথ অঙ্কুর তাঁর ছেলেকে নিয়ে হিংলো নদীতে স্নান করতে গিয়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, তার বাবা শিশুটিকে রেখে মিনিট পাঁচেক মাঠের দিকে যেতেই এই বিপত্তি ঘটে। দীর্ঘক্ষণ চেষ্টা করেও শিশুটির খোঁজ পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর ব্লক প্রশাসন।

ব্লক বিপর্যয় মোকাবিলা টিম শিশুটির খোঁজে নামে। শনিবার রাত পেরিয়ে গেলেও তাকে পাওয়া যায়নি। রবিবার সকালে রাজ্য পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম গিয়ে হিংলো নদীতে নামে। তবে তার আগেই খবর আসে অজয় নদীর বাবুপুর ঘাটে ওই শিশুর মৃতদেহ জলে ভেসে উঠেছে। পুলিশ মৃতদেহটি দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ময়না তদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

Next Article