Birbhum: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোনও কথা বললে জিভ ছিঁড়ে নেওয়ার হুমকি TMC বিধায়কের
Birbhum: রবিবার সিউড়ি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং তিনি বক্তব্য রাখার সময় বিজেপি নেতাদের এই ভাবেই হুমকি দেন।
সিউড়ি: আবারও বীরভূম! শনিবারের পর আরও এক তৃণমূল নেতা হুমকি দিয়ে জড়ালেন বিতর্কে। তাঁর হুঁশিয়ারি, “মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও কথা বললে জিভ ছিঁড়ে নেবে প্রমীলা বাহিনী। ঠিক এই ভাবেই বিজেপি নেতাদের রবিবার হুমকি দিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী।
রবিবার সিউড়ি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী এবং তিনি বক্তব্য রাখার সময় বিজেপি নেতাদের এই ভাবেই হুমকি দেন। তাঁর বক্তব্য,”কয়েকজন বিজেপি নেতা রয়েছে যাঁরা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই বলে চিৎকার করছেন। আর ওই সকল বিজেপি নেতাদের জিভ ছিঁড়ে নেবে প্রমিলা বাহিনী।”
এ বিষয়ে বীরভূম সংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা জানিয়েছেন, “বাংলার মানুষ তাদের আর চাইছে না। বাংলার মানুষ বলছে দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান। বাংলার ক্ষমতা তাদের হাত থেকে চলে যাবে বুঝতে পেরে, হুমকি চমকি দেখিয়ে যতক্ষণ ক্ষমতায় টিকে থাকা যায় তার চেষ্টা করছে তৃণমূল।” প্রসঙ্গত, গতকাল আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে আজ বীরভূমের মল্লারপুরে ময়ূরেশ্বর -১ ব্লক অফিসের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল তৃণমূল কংগ্রেসের। সেই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মল্লারপুরের তৃণমূল কংগ্রেসের নেতা মানস বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, “বিজেপি নেতারা যদি দাদাগিরি করতে আসে ব্যাটিং-ফিল্ডিং-ক্যাচিং আপনারা করবেন।” এরপরই তিনি বলেন, “বাড়িতে ডাং আছে তো? ডাঙয়ের বারি মারবেন। হাত-পা ভাঙবেন। ছ’মাসের জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন। আর ওদের বৌকে বলবেন, যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম। অর্ধেক তুমি খাবে। আর অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে।”