নলহাটি: ‘বিজেপি ভাল দল। বিজেপি করুন, তাতে আমার কোনও অসুবিধা নেই।’ কর্মিসভায় কর্মীদের উদ্দেশে এমনটাই বললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। তাঁর দাবি, বিজেপি ভাল, তবে আরএসএস খারাপ। মূলত ভেদাভেদের অভিযোগ তুলেই এই বার্তা দিয়েছেন তৃণমূল নেতা। বৃহস্পতিবার বীরভূমের নলহাটির পাঁচ নম্বর ওয়ার্ডের একটি সভাকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন কাজল শেখ। সেখানে তিনি বলেন, “বিজেপি ভালো দল। বিজেপি করুন তাতে আমার কোনও অসুবিধা নেই।” কাজল শেখের গলায় বিজেপির প্রশংসা শুনে কার্যত অবাক রাজনৈতিক মহল।
কাজল শেখ এদিন বলেন, “রাজ্যে কোনও ভেদাভেদ নেই। আমরা সবাই একসঙ্গে শান্তিতে বসবাস করছি। আর সেটা শিখিয়েছে তৃণমূল।” এরপরই বলেন, “বিজেপি ভাল দল। বিজেপি করুন, আমার কোনও অসুবিধা নেই। কিন্তু আরএসএস! ওরা গোঁড়া মৌলবাদী।” কাজল শেখের এই মন্তব্য ঘিরেই বাড়ছে বিতর্ক। বীরভূমে যাঁকে সাম্প্রতিককালে অনুব্রত মণ্ডলের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে, তাঁর মুখে বিজেপির প্রশংসা! কী বার্তা যাবে কর্মীদের কাছে?
মনে রাখা প্রয়োজন কিছুদিন আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আরএসএস এত খারাপ ছিল না। এখনও খারাপ নয় বলে আমি বিশ্বাস করি। এখনও আরএসএস-এ কয়েকজন ভদ্রলোক আছেন যাঁরা বিজেপিকে সমর্থন করেন না।”
বিজেপির বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা এই প্রসঙ্গে বলেন, “উনি বিজেপি ভাল বা খারাপ বলতেই পারেন। কিন্তু রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘ সম্পর্কে যা মন্তব্য করেছেন তা ঠিক নয়। আরএসএস সম্পর্কে ওঁর কোনও ধারনা নেই। আর উনি ঠিক করুন, কাজের মন রাখার জন্য কী করবেন।” কাজল শেখ এ ক্ষেত্রে ভেদাভেদের রাজনীতি করার চেষ্টা করেছেন বলে মন্তব্য বিজেপি নেতার।