Maldah Body: মেয়ের বাড়িতে যাওয়ার সময়ে নিখোঁজ, চার দিন পর জঙ্গল থেকে উদ্ধার বৃদ্ধের দেহ

Subhotosh Bhattacharya | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2023 | 9:49 AM

Maldah Body: মেয়ের বাড়ি যাওয়ার নাম করে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন বীরেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মেয়ের বাড়িতে পৌঁছননি তিনি। এরপর মেয়ের বাড়ি থেকে খোঁজ শুরু করা হয়। মেয়েও তাঁর মাকে ফোন করে খোঁজ খবর করেন।

Maldah Body: মেয়ের বাড়িতে যাওয়ার সময়ে নিখোঁজ, চার দিন পর জঙ্গল থেকে উদ্ধার বৃদ্ধের দেহ
দেহ উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: চারদিন নিখোঁজ থাকার পরে উদ্ধার বৃদ্ধের দেহ। ফাঁকা মাঠের ধারে ঝোপ জঙ্গল ঘেরা জলাভূমিতে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানিয়েছে, বীরেন মণ্ডল (৭০)।  তাঁর বাড়ি হবিবপুরের জামালপুর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেয়ের বাড়ি যাওয়ার নাম করে গত বুধবার বাড়ি থেকে বেরিয়েছিলেন বীরেন। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও মেয়ের বাড়িতে পৌঁছননি তিনি। এরপর মেয়ের বাড়ি থেকে খোঁজ শুরু করা হয়। মেয়েও তাঁর মাকে ফোন করে খোঁজ খবর করেন।

পরিবারের তরফ থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করা হয়। তাঁকে না পেয়ে হবিবপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পুলিশও খোঁজ শুরু করে। রবিবার সকালে বামোনগোলার পাকুয়াহাট এলাকায় জলাঝোপের মধ্যে একটি পচাগলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা পাকুয়াহাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ গিয়ে ওই দেহ উদ্ধার করে। পরে মৃতদেহ শনাক্তকরণের জন্য পরিবারকে খবর দেওয়া হয়। পুলিশ মর্গে গিয়ে দেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। কীভাবে ওই বৃদ্ধের মৃত্যু, জলাঝোপের মধ্যেই তার দেহ পৌঁছল, তবে কি খুনের পর প্রমাণ লোপাট করতে দেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল, সব খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে। ওই বৃদ্ধের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

Next Article