Birbhum TMC: সভাপতির পদ থেকে তৃণমূল নেতাকে বহিষ্কারের প্রতিবাদ, সোচ্চার তৃণমূল

হিমাদ্রী মণ্ডল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 04, 2023 | 12:32 PM

Birbhum TMC: ১২ অগষ্ট নোটিস লেখা হলেও ৩১ অগস্ট সেই নোটিস কার্যকর করে তৃণমূল কংগ্রেস। আকবর আলমের এই বহিষ্কারের বিষয়টি এলাকায় প্রচার হতেই দলের কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

Birbhum TMC: সভাপতির পদ থেকে তৃণমূল নেতাকে বহিষ্কারের প্রতিবাদ, সোচ্চার তৃণমূল
এই তৃণমূল নেতার পুনর্বহালের দাবিতে সোচ্চার দলীয় কর্মীরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম:  তৃণমূল নেতাকে সভাপতির পদ থেকে বহিষ্কারের প্রতিবাদ এবং পুনরায় সভাপতির পদে বহাল রাখার দাবিতে সোচ্চার তৃণমূল কংগ্রেস। সভার পরে এলাকায় মিছিল করল তৃণমূল কংগ্রেস। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের বাতাসপুর গ্রামে। গত ১২ অগষ্ট দল বিরোধী কাজের অভিযোগে আকবর আলমকে অঞ্চল সভাপতির পদ থেকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। ১২ অগষ্ট নোটিস লেখা হলেও ৩১ অগস্ট সেই নোটিস কার্যকর করে তৃণমূল কংগ্রেস। আকবর আলমের এই বহিষ্কারের বিষয়টি এলাকায় প্রচার হতেই দলের কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের দাবি অবিলম্বে আকবর আলমকে পুনরায় অঞ্চল সভাপতির পদে বহাল করতে হবে।

এই দাবিতে রবিবার বিকালে আয়াস গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রাম থেকে সভা ও মিছিলে অংশগ্রহণ করেন। এদিনের সভা ও মিছিলে অংশ নিয়েছিলেন আয়াস গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান ও উপ- প্রধান সহ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।

তৃণমূলের এক কর্মী বলেন, “উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন আকবর আলমকে যাতে পুনরায় ওই পদেই বহাল করা হয়। তিনি মানুষের হয়ে কাজ করেন। এখানে তাঁর সমর্থনে কয়েক হাজার মানুষ এসেছেন। আকবর আলমকে ভালবাসেন বলেই এসেছেন।”

আকবর আলম নামে ওই তৃণমূল নেতার বক্তব্য, “একজন উপপ্রধান নিয়ে সমস্যা হয়েছিল। আমরা একটা তালিকা পাঠিয়েছিলাম। সেটা আমাদের নেতৃত্ব মানেনি। তাঁরা আলাদা একটা তালিকা দেয়। সেটা আমি মানিনি। আমার বক্তব্য, আমার এলাকা আমি কীভাবে চালাব, সেটা আমি ভাল বুঝতে পারব। সেটা নিয়েই সমস্যা। তাই আমাকে বহিষ্কার করা হয়েছে। এদিনের বৈঠক আমি ডাকিনি। জনগণ ডেকেছে। আমি ১০ তারিখ পর্যন্ত অপেক্ষা করব।”

Next Article