Birbhum: বীরভূমে হাসপাতালের শৌচালয়ে কারা ফেলে গেল সদ্যোজাতের দেহ? তদন্তে পুলিশ

হিমাদ্রী মণ্ডল | Edited By: Soumya Saha

Oct 05, 2023 | 12:00 AM

Newborn Death: সদ্যোজাত এক শিশুপুত্রের দেহ কেউ বা কারা হাসপাতালের শৌচালয়ে ফেলে রেখে দিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খবর দেওয়া হয় মুরারই থানায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন পুলিশকর্মীরা।

Birbhum: বীরভূমে হাসপাতালের শৌচালয়ে কারা ফেলে গেল সদ্যোজাতের দেহ? তদন্তে পুলিশ
হাসপাতালের শৌচালয়ে কারা ফেলে গেল শিশুর দেহ? তদন্তে পুলিশ

Follow Us

বীরভূম: হাসপাতালের শৌচালয়ে পড়ে ছিল এক ছোট্ট শিশুর মৃতদেহ। তা নিয়েই হইচই হাসপাতাল চত্বরে। বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই গ্রামীণ হাসপাতালে। সদ্যোজাত এক শিশুপুত্রের দেহ কেউ বা কারা হাসপাতালের শৌচালয়ে ফেলে রেখে দিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই হাসপাতাল কর্তৃপক্ষ থেকে খবর দেওয়া হয় মুরারই থানায়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ছুটে আসেন পুলিশকর্মীরা। মুরারই থানার পুলিশ হাসপাতালের শৌচালয় থেকে ওই একরক্তি শিশুটির দেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মুরারই থানার পুলিশ।

কখন থেকে ওই ছোট্ট শিশুর দেহ হাসপাতালে শৌচালয়ে পড়ে ছিল, তাও এখনও জানা যায়নি। বুধবার রাতে মুরারই গ্রামীণ হাসপাতালেই চিকিৎসাধীন এক মহিলা রোগীর চোখে প্রথম বিষয়টি নজরে আসে। তিনি শৌচালয়ে ঢুকতেই দেখতেই দেখতে পান এক শিশুর নিথর দেহ পড়ে রয়েছে ভিতরে। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালের কর্মীদের বিষয়টি জানান। হাসপাতাল কর্তৃপক্ষেরও নজরে আসে বিষয়টি। খবর যায় স্থানীয় থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিশকর্মীরা পৌঁছে যান হাসপাতালে। পুলিশকর্মীরা হাসপাতালের চিকিৎসক, কর্মী ও অন্যান্য রোগীদের সঙ্গে কথা বলেন। গোটা বিষয়টি হাসপাতাল কর্তপক্ষের থেকে বোঝার চেষ্টা করেন তাঁরা।

হাসপাতালের শৌচালয় থেকে যখন শিশুটির দেহ পুলিশ উদ্ধার করে, তখন ওই একরক্তির গোটা শরীর সাদা হয়ে গিয়েছিল। কখন দেহটি শৌচালয়ে ফেলে রাখা হয়েছিল এবং কে বা কারা দেহটি সেখানে ফেলে রেখে গিয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখছেন মুরারই থানার পুলিশকর্মীরা। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Next Article