গাইঘাটা ও ইলামবাজার: প্রকৃতির রুদ্ররোষে ছাড়খাড় হয়ে গিয়েছে গোটা সিকিম (Sikkim Flash Flood)। বড় বিপর্যয় উত্তরবঙ্গেও। এদিকে পুজোর মরসুমে প্রতিবছরই ভিড় বাড়ে উত্তরে। বাংলার ভিড় কাটিয়ে দক্ষিণবঙ্গ থেকে অনেকেই এই সময় উত্তরে হাওয়া বদলের জন্য যান। কিন্তু, তিস্তার হড়পা বানে এক মুহূর্তে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে। সিকিম বেড়াতে গিয়ে ঝাড়গ্রাম শহরের গাইঘাটা এলাকার একই পরিবারের পাঁচজন নিখোঁজ। নিখোঁজ হয়ে গিয়েছেন বীরভূমের ইলামবাজারের ভগবতী বাজার এলাকার একই পরিবারের ৮ জন।
সূত্রের খবর, অক্টোবর মাসের ১ তারিখ ঝাড়গ্রাম থেকে সিকিমে বেড়াতে যান ইঘাটা এলাকার বাসিন্দা শুভদীপ রথ, তার স্ত্রী সুপ্রিয়া রথ,অপূর্ব রথ ও তার স্ত্রী নীলা রথ এবং অর্নেশ রথ। সিকিম থেকে গ্যাংটক হয়ে তাঁরা লাচুং গিয়েছিলেন। কিন্তু, কে জানত সেখানেই তাঁদের জন্য অপেক্ষা করছে বড় বিপদ। একদিন আগে থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না পরিবারের সদস্যরা। সকলের মোবাইল ফোন বন্ধ থাকায় বাড়ছে চিন্তা। চিন্তায় শুভদীপবাবুর বাবা অরুন কুমার রথ। কপালে হাত পড়েছে মা অলকা দেবীরও। ইতিমধ্য়েই তাঁরা বিষয়টি সেনাবাহিনী ও পর্যটন বিভাগের হেল্পলাইনে জানিয়েছেন।
অন্যদিকে চিন্তায় ঘুম উড়েছে বীরভূমের ইলামবাজারের ভগবতী বাজার এলাকার বাসিন্দা প্রাক্তন শিক্ষক মহম্মদ মহফুজ রহমানের। তাঁর পরিবারের ছেলে, ছেলের বউ, নাতি সহ একই পরিবারের ৮ জন সিকিম বেড়াতে গিয়েছিলেন গত ১ অক্টোবর। কিন্তু, এখন তাঁদের আর কোনও খোঁজ নেই। পাওয়া যাচ্ছে না খোঁজ। নিখোঁজদের মধ্যে রয়েছেন সোহান রাজভি (৬), রেহা তানভি (১০), রায়সা জাহান (৪), রায়সা জাহান (১৩), এসথাউদ্দিন শেখ (৪২), নাজিয়া খাতুন (৩৭), মুজাফফর আহমেদ (৪০), রেবিকা মণ্ডল (৩৪)। ইতিমধ্যেই পরিবারের সদস্যদের খোঁজে তাঁরা যোগাযোগ করেছেন ইলামবাজার থানায়।