Jhargram: মুখে ভাতের গ্রাসটা তোলার সময়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, দেওয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধ

Gaya Dandapat | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 02, 2023 | 11:10 AM

Jhargram: অপরদিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানার সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চেকুয়াপাল গ্রামে তিনটি মাটির বাড়ি ভেঙে পড়ে । অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ব্যক্তি ।

Jhargram: মুখে ভাতের গ্রাসটা তোলার সময়েই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, দেওয়াল চাপা পড়ে মৃত বৃদ্ধ
মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু
Image Credit source: TV9 Bangla

Follow Us

ঝাড়গ্রাম: রাত থেকে টানা বৃষ্টি। আবারও মাটির বাড়ি ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দু’জন। মৃত্য়ু হয়েছে আরও দুটি গবাদি পশুর। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনিতে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শ্যামাপদ নায়েক (৬০)। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির ফলে ঝাড়গ্রামের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার রাতেই বেলপাহাড়িতে ভেঙে পড়ে তিনটি মাটির বাড়ি। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামে দেওয়াল চাপা পড়ে শ্যামপদ নামে ওই বৃদ্ধের। জানা যাচ্ছে, রাতের খাবার খেতে বসেছিলেন তিনি। আচমকাই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই দেওয়ালে চাপা পড়ে যান তিনি। স্থানীয় বাসিন্দারা যখন মাটি সরিয়ে তাঁকে উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান, ততক্ষণে মৃত্যু হয় বৃদ্ধের।

অপরদিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানার সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চেকুয়াপাল গ্রামে তিনটি মাটির বাড়ি ভেঙে পড়ে । অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ব্যক্তি । তবে তাঁদের পোষ্য দুটি গরুর মৃত্যু হয়েছে।

এছাড়াও প্রবল বৃষ্টির ফলে আরও বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে বলে ঝাড়গ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা যায়। সেই সঙ্গে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজরদারি শুরু হয়েছে। আবহাওয়া দফতর ঝাড়গ্রাম জেলা জুড়ে সর্তকতা জারি করেছে। শনিবারই বাঁকুড়ায় মাটির বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে তিন শিশুর। তা নিয়ে রাজনৈতিক উত্তাপও চড়চড়িয়ে বেড়েছে।

Next Article